বুদ্ধদেব সেনগুপ্ত: ঘোষিত হল মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। নির্বাচন কমিশন জানিয়েছে, একদফায় নির্বাচন হবে মহারাষ্ট্রে। ২০ নভেম্বর হবে ভোট। ঝাড়খণ্ডে ভোটাভুটি হবে দুই দফায়। ১৩ ও ২০ নভেম্বর। ফলাফল ঘোষণা ২৩ নভেম্বর।
এছাড়াও ১৩ এবং ২০ নভেম্বর দেশের ৪৮টি বিধানসভা কেন্দ্র এবং দুটি লোকসভা কেন্দ্রে হবে উপনির্বাচন। সেই ফলাফলও ঘোষিত হবে ২৩ নভেম্বরই। উপনির্বাচন হবে বাংলাতেও। পশ্চিমবঙ্গের ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। মঙ্গলবার দুপুরে দিল্লির বিজ্ঞান ভবনে একটি সাংবাদিক বৈঠক করে ভোটের নির্ঘণ্ট সকলকে জানিয়ে দেন কমিশনের আধিকারিকেরা।
নির্বাচনের কমিশনের তরফে আরও জানানো হয়েছে, ঝাড়খণ্ডের প্রথম দফার ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর। দ্বিতীয় দফার ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ যথাক্রমে ৩০ অক্টোবর ও ১ নভেম্বর। অন্যদিকে মহারাষ্ট্রে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে শেষ তারিখ ২৯ অক্টোবর। নাম প্রত্যাহারের ক্ষেত্রে শেষ তারিখ ৪ নভেম্বর।
প্রসঙ্গত, ঝাড়খণ্ডে মোট ৮২ আসনে বিধানসভা নির্বাচন। মোট ভোটার প্রায় আড়াই কোটি। তাঁদের মধ্যে ৬৬.৪ শতাংশ তরুণ। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে ৪৭টি আসনে জয়লাভ করেছিল হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।
এদিকে মহারাষ্ট্রের ২৮৮ আসনের মধ্যে ১৬১টিতেই গতবার জয়লাভ করেছিল বিজেপি ও অবিভক্ত শিব সেনার জোট। কিন্তু সেই জোট অচিরেই ভেঙে যায়। সরকার গঠন করে শিব সেনা, কংগ্রেস ও এনসিপি। কিন্তু সেই সরকার টিকেছিল ২০২৩ সাল পর্যন্ত। এর পর উদ্ধব ঠাকরে ইস্তফা দেন। পতন হয় মহা বিকাশ আঘারির। নতুন মুখ্যমন্ত্রী হন একনাথ শিণ্ডে। উপমুখ্যমন্ত্রী শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার। জোট বাঁধে বিজেপি, শিব সেনার শিণ্ডে শিবির ও এনসিপির অজিত পওয়ার শিবির।