shono
Advertisement

শিণ্ডে, ফড়ণবিসের সঙ্গে একমঞ্চে শরদ পওয়ার! মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর টুইটে নয়া জল্পনা

'এই ছবি অনেকের ঘুম ওড়াবে', বলছেন একনাথ শিণ্ডে।
Posted: 10:35 AM Oct 20, 2022Updated: 10:35 AM Oct 20, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একমঞ্চে দেবেন্দ্র ফড়ণবিস (Devendra Fadnavis), শরদ পওয়ার, একনাথ শিণ্ডে। মহারাষ্ট্রের রাজনীতিতে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে? মুখ্যমন্ত্রী শিণ্ডের টুইটে নয়া জল্পনা শুরু হয়ে গেল মারাঠাভূমে।

Advertisement

আসলে বুধবার সন্ধেয় মুম্বই এক অভাবনীয় রাজনৈতিক সমাপতন দেখেছে। একই মঞ্চে দেখা গিয়েছে মারাঠাভূমের সবচেয়ে প্রভাবশালী বিজেপি (BJP) নেতা দেবেন্দ্র ফড়ণবিস, মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, বিজেপি নেতা আশিস শেলার এবং বিরোধী শিবিরের অন্যতম মুখ শরদ পওয়ারকে (Sharad Pawar)। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনের প্রাক্কালে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁরা। সেই ছবি টুইট করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিণ্ডে (Eknath Shinde) টুইট করে বলে দেন,”ফড়ণবিস, পওয়ার এবং শেলার এক মঞ্চে। এই ছবি বহু মানুষের ঘুম ওড়াবে।”

[আরও পড়ুন: দিওয়ালির আগে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের হুমকি, শহরজুড়ে তল্লাশি পুলিশের]

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর এই টুইটেই নতুন জল্পনা তৈরি হয়েছে মারাঠাভূমে। শিণ্ডের পর তাহলে কি পওয়ারকে নিজেদের শিবিরে টানার চেষ্টা করেছে বিজেপি? এমনিতে পওয়ারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক বেশ ভাল। সরাসরি পওয়ারকে কখনও আক্রমণ করেন না প্রধানমন্ত্রী। আবার বিজেপি বা অমিত শাহকে (Amit Shah) নিয়ে নানা কথা বললেও পওয়ারও সচরাচর মোদিকে সরাসরি আক্রমণ করেন না। সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে বিরোধীরা প্রার্থী করতে উদ্যোগী হলেও তিনি রাজি হননি। সেসবের মধ্যেই বিজেপি নেতাদের সঙ্গে তাঁর এই মঞ্চ ভাগ করে নেওয়াটা জল্পনার জন্ম দিয়েছে।

[আরও পড়ুন: পুলিৎজার নিতে আমেরিকায় যেতে বাধা, ক্ষোভ উগরে দিলেন কাশ্মীরি চিত্র সাংবাদিক]

যদিও এনসিপি (NCP) বলছে, এতে জল্পনার কোনও অবকাশ নেই। ওটা ছিল অরাজনৈতিক মঞ্চ। পওয়ার দীর্ঘদিন ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন তো বটেই, বিসিসিআই (BCCI) এমনকী আইসিসিরও (ICC) শীর্ষপদে ছিলেন তিনি। ক্রিকেটের প্রতি ভালবাসা থেকেই এমসিএ-র ওই অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পওয়ার যে মহারাষ্ট্র এবং দেশ থেকে বিজেপি সরকারকে উৎখাত করতে বদ্ধপরিকর, সেটাও স্পষ্ট করে দিয়েছে তাঁর দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement