shono
Advertisement
Indian cricket team

দ্রাবিড়-লক্ষ্মণ নন, ভারতীয় দলের কোচ হবেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী তারকা!

আইপিএলেও কোচিং করিয়েছেন তিনি।
Published By: Anwesha AdhikaryPosted: 11:58 PM May 15, 2024Updated: 06:23 PM May 20, 2024

আলাপন সাহা: ভারতীয় দলের কোচ হবেন কে? টি-২০ বিশ্বকাপের আগে এই প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রিকেটমহলে। এহেন পরিস্থিতিতে শোনা গেল, মেন ইন ব্লুর হেডস্যর হতে পারেন মাহেলা জয়বর্ধনে। আপাতত মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। কিন্তু ভারতীয় দলের কোচ হতে চাইলে তাঁকে ছেড়ে দেবে রোহিত শর্মাদের টিম ম্যানেজেমেন্ট।

Advertisement

২০২৩ বিশ্বকাপের পরই কোচিংয়ের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন রাহুল দ্রাবিড়। একপ্রকার জোর করেই তাঁকে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত রেখে দেয় বিসিসিআই। আগামী জুন মাসে দ্রাবিড়-সহ গোটা কোচিং স্টাফের মেয়াদ ফুরাচ্ছে। তাই ভারতীয় দলের (Indian Cricket Team) কোচ খুঁজতে বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই। অনেকেই ভারতের কোচ হতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলে জল্পনা। তার মধ্যে রয়েছে বেশ কয়েকজন বিদেশি হেভিওয়েটের নামও।

[আরও পড়ুন: অধিনায়ক কুরানের দুরন্ত হাফসেঞ্চুরি, প্লে অফে ওঠা রাজস্থানকে হারাল পাঞ্জাব

খবর ছড়ায়, চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming) এবং দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং নাকি ভারতীয় দলের কোচিং করাতে চেয়েছেন। বোর্ড নাকি আগ্রহ প্রকাশ করেছে তাঁদের নিয়ে। তবে ফ্লেমিং বা পন্টিং কেউই দারুণ কিছু আগ্রহ দেখিয়েছেন বলে শোনা যায়নি। চেন্নাই দলের তরফেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ভারতীয় দলের কোচিং করানো নিয়ে বিসিসিআইয়ের তরফে কোনও বার্তা পাননি ফ্লেমিং। কোচ হওয়ার দৌড়ে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গারও।

অনেকেই মনে করছেন, হয়তো কোনও বিদেশি কোচ নিয়োগ করতে পারে বিসিসিআই। এবার সেই দৌড়ে শামিল হল জয়বর্ধনের নাম। গত বছর পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের কোচ ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। এখনও যুক্ত রয়েছেন মুম্বইয়ের সঙ্গে। কিন্তু তিনি ভারতীয় দলের কোচ হলে তাঁকে মুম্বই ম্যানেজমেন্ট ছেড়ে দেবে বলেই খবর। অন্যদিকে, সোশাল মিডিয়ায় জোর চর্চা ছিল ভিভিএস লক্ষ্মণই কোচ হবেন। কারণ ইতিমধ্যেই এনসিএর সঙ্গে যুক্ত রয়েছেন। দ্রাবিড়ের অনুপস্থিতিতে কোচিংও করিয়েছেন তিনি। কিন্তু সূত্র অনুযায়ী, ভিভিএস লক্ষ্মণ কোচ হতে রাজি নন।

[আরও পড়ুন: প্রত্যাবর্তনে বাজিমাত সোনার ছেলের, দেশের মাটিতে ফের স্বর্ণপদক নীরজের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৩ বিশ্বকাপের পরই কোচিংয়ের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন রাহুল দ্রাবিড়। একপ্রকার জোর করেই তাঁকে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত রেখে দেয় বিসিসিআই।
  • চেন্নাই দলের তরফেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ভারতীয় দলের কোচিং করানো নিয়ে বিসিসিআইয়ের তরফে কোনও বার্তা পাননি ফ্লেমিং।
  • সূত্র অনুযায়ী, ভিভিএস লক্ষ্মণ কোচ হতে রাজি নন।
Advertisement