সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের অলিন্দে কান পাতলে শোনা যায় মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মধ্যে সম্পর্ক নাকি ভালো নয়। মতের মিল না হলেও, টিম ইন্ডিয়ার (Team India) দুই তারকা অনেক বছর ধরে সাজঘর ভাগ করে নিয়েছিলেন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2007) জয়ের পর ২০১১ সালের বিশ্বকাপে (ICC ODI World Cup 2011) এমএস ধোনির (MS Dhoni) নেতৃত্বে জিতেছিল ভারতীয় দল। এবং সেই দুটি মেগা ম্যাচ নেপথ্যে ছিলেন বাঁহাতি ওপেনার। আর এবার এত বছর পর এহেন গম্ভীর তাঁর প্রাক্তন সতীর্থ ‘ক্যাপ্টেন কুল’-এর (Captain Cool) ব্যাটিংয়ের দিকটাও তুলে ধরলেন।
গৌতি সর্বকালের অন্যতম সেরা ফিনিশারের প্রসঙ্গে বলেন, “এমএস ভারতের প্রথম উইকেটকিপার ছিল যে, ব্য়াট হাতে খেলা ঘুরিয়ে দিতে পারত। তার আগে যাঁরাই উইকেটকিপিং করেছেন, তাঁরা সকলেই প্রথমে উইকেটকিপার ছিলেন, পরে ব্যাটার। কিন্তু এমএস প্রথমে ব্যাটার, পরে উইকেটকিপার। এমএস ধোনি ভারতীয় ক্রিকেটের জন্য আশীর্বাদের মতো ছিল। আমরা এমন এক উইকেটকিপার-ব্যাটার পেয়েছিলাম যে, সাতে ব্যাট করতে নেমে ম্যাচ জেতাতে পারত। কারণ ওর কাছে পাওয়ার গেম ছিল।”
[আরও পড়ুন: ছয় ছক্কার ১৬ বছর, যুবরাজকে স্যান্ডআর্টের উপহার, দেখুন মন ভালো করে দেওয়া ভিডিও]
এখানেই থেমে না থেকে গম্ভীর ফের যোগ করেছেন, ” ধোনি যদি তিনে ব্যাট করত, তাহলে ও প্রচুর একদিনের আন্তর্জাতিক রেকর্ড ভেঙে দিত। এটা আমি নিশ্চিত ভাবে বলতে পারি। লোকে সবাই এমএসকে ট্রফি দিয়ে দেখে। আমার বিচারে ও আন্তর্জাতিক রান ত্যাগ করেছিল দলের ট্রফির জন্য়। ও ছয়ে-সাতে ব্যাট করত। ধোনি যদি ক্যাপ্টেন না হত, তাহলে ও ভারতের হয়ে তিনে ব্যাট করত। আমি মনে করি এমএস আরও অনকে বেশি রান করতে পারত। এমনকী শতরানও অনেক বেশি করত।”
২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ ছিল পাকিস্তান। সেই মেগা ম্যাচে ৫৪ বলে ৭৫ রান করেছিলেন তিনি। মেরেছিলেন ৮টি চার ও ২টি ছক্কা। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী দলকে ৫ রানে হারিয়ে কাপ হাতে তুলেছিল ধোনির ভারত। এরপর এল ২০১১ বিশ্বকাপের ফাইনাল। ২ এপ্রিল বিপক্ষে ছিল শ্রীলঙ্কা। ওয়াংখেড়েতে গম্ভীর ১২২ বলে ৯৭ রান করেছিলেন। মেরেছিলেন ৯টি চার। ধোনি ৭৯ বলে ৯১ রানে অপরাজিত ছিলেন। তাঁর সেই ঐতিহাসিক ইনিংস ৮টি চার ও ২টি ছক্কা দিয়ে সাজানো ছিল। ফলে ৬ উইকেটে জিতে বিশ্বকাপ হাতে তুলেছিল ধোনিবাহিনী।
শোনা যায় ধোনি ও গম্ভীরের সম্পর্ক একেবারেই ভালো নয়। তবে ভারতের প্রাক্তন ওপেনারের এই মন্তব্য দু’জনের সম্পর্কে অন্য সমীকরণের খোঁজ দিল সেটা বলে দেওয়াই যায়।