shono
Advertisement

মুসলিম হওয়া কোনও অপরাধ নয়, দেখিয়ে দিলেন অস্কারজয়ী মাহেরশালা

মার্কিন মুলুকে সংখ্যালঘু হওয়া যে কতটা কষ্টকর, তা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন অভিনেতা৷ The post মুসলিম হওয়া কোনও অপরাধ নয়, দেখিয়ে দিলেন অস্কারজয়ী মাহেরশালা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:02 PM Feb 27, 2017Updated: 02:45 PM Feb 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশা তাঁকে ঘিরেই সবচেয়ে বেশি ছিল৷ তাও মনের কোনে আশঙ্কার কালো মেঘ জমা হয়েছিল৷ সব আশঙ্কা কাটিয়ে যেন নতুন সূর্যোদয় হল অস্কারের মঞ্চে প্রথম মুসলিম অভিনেতা হিসেবে অস্কার হাতে তুলে নিলেন মাহেরশালা আলি৷ হারিয়েছেন দেব প্যাটেল, জেফ ব্রিজেস, মাইকেল শ্যাননের মতো অভিনেতাদের৷

Advertisement

‘মুনলাইট’ নিয়ে বিড়ম্বনায় ক্ষমা চাইল প্রাইস ওয়াটারহাউস

৪৩ বছর বয়সে ইতিহাসে ঠাঁই পেলেন মাহেরশালা৷ আগেও অ্যাকাডেমি অ্যাওয়ার্ড উঠেছে মুসলিম প্রতিযোগীর হাতে৷ কিন্তু তা কলাকুশলীর ক্যাটাগরিতে৷ অভিনয়ের জন্য এই প্রথম অস্কার হাতে তুললেন আলি৷

“I want to thank my wife, who was in her third trimester during awards season… had our daughter 4 days ago.” – Mahershala Ali #Oscars pic.twitter.com/RcLpHWvAvW

— Good Morning America (@GMA) February 27, 2017


হারল ‘লা লা ল্যান্ড’, বিভ্রান্তির মঞ্চে অস্কারে সেরা ‘মুনলাইট’

মার্কিন মুলুকের মুসলিম বাসিন্দা হিসেবে জীবনটা খুব একটা সুখের ছিল না আলির৷ বিশেষ করে ৯/১১-এর হামলার পর৷ এক সাক্ষাৎকারে আলি জানিয়েছিলেন, টুইন টাওয়ারের ঘটনার পর এফবিআই-এর ওয়াচলিস্টে ছিলেন তিনি৷ রীতিমতো জেরা করা হয়েছে তাঁকে৷ শুনতে হয়েছে খোঁটা৷ কোথায় বন্দুক আছে জি়জ্ঞেস তাও জিজ্ঞেস করা হয়েছে৷ কিন্তু আমেরিকায় এটা নতুন নয়৷ সবই গা সওয়া হয়ে গিয়েছে বলে জানান অভিনেতা৷ তাই বোধহয় মায়ামিতে জুয়ানের লড়াইটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তিনি৷


অস্কারের রেড কার্পেটে নজর কাড়লেন পিগি চপস

The post মুসলিম হওয়া কোনও অপরাধ নয়, দেখিয়ে দিলেন অস্কারজয়ী মাহেরশালা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement