সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবারই তাঁর ভাগ্য নির্ধারণ করবে লোকসভার এথিক্স কমিটি। একদিন আগে অর্থাৎ বুধবার নয়া তিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং শিল্পপতি গৌতম আদানিকে বিদ্ধ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, এথিক্স কমিটিতে বিরোধীদের সংখ্যালঘু করার জন্যই মঙ্গলবারের বৈঠক পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে।
উল্লেখ্য, মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে অভিযোগ নিয়ে এথিক্স কমিটির বৈঠক হওয়ার কথা ছিল ৭ নভেম্বর, মঙ্গলবার। কিন্তু গত সোমবার জানা যায়, সেই বৈঠক হবে ৯ নভেম্বর, বৃহস্পতিবার। ঠিক কেন বৈঠক দু দিন পিছিয়ে দেওয়া হল, তার কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। মহুয়ার অভিযোগ, এথিক্স কমিটিতে বিজেপি (BJP) সাংসদদের সংখ্যা বেশি রাখার জন্যই রাতারাতি বদলে দেওয়া হয়েছে বৈঠকের দিন।
[আরও পড়ুন: ‘আপনার অবদানেই শক্তিশালী দেশ’, আডবাণীর জন্মদিনে শুভেচ্ছা মোদির]
বুধবার সোশাল মিডিয়ায় তৃণমূল (TMC) সাংসদ লিখছেন,”আমার বিরুদ্ধে কোনও খসড়া প্রকাশ করা হয়নি। সেটা অবশ্য নিয়মেই আছে। কিন্তু রাতারাতি বৈঠকের তারিখ পালটে দেওয়া হল কারণ ওই দিন কংগ্রেসের এক সাংসদের মনোনয়নের দিন। তিনি যাতে আসতে না পারেন। বিজেপি নিজেদের জোটসঙ্গীদের ফোন করছে সাংসদদের পাঠানোর জন্য। মধ্যপ্রদেশ বিজেপি সভাপতিকে উড়িয়ে আনা হচ্ছে চাটার্ড ফ্লাইটে। শুধুই নিজেদের সাংসদের সংখ্যা বাড়ানোর জন্য। মোদি, আদানির (Gautam Adani) এত ভয় কীসের!”
[আরও পড়ুন: মন্ত্রিসভার অনুমোদন ছাড়া বিনামূল্যে রেশনের ঘোষণা কীভাবে? মোদিকে প্রশ্ন কংগ্রেসের]
বস্তুত বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠকে সত্যিই বিরোধী সাংসদের সংখ্যা অনেকটা কম হতে চলেছে। প্রথমত বিজেপি এবং জোটসঙ্গীদের সব সাংসদ ওইদিন সংসদে হাজির থাকবেন। তার উপর আবার কংগ্রেসের (Congress) নরেশ উত্তম রেড্ডি ওইদিনই তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন দেবেন। অর্থাৎ তিনি বৈঠকে থাকতে পারবেন না। তাই মহুয়ার শাস্তি নিয়ে বৃহস্পতিবার যে প্রস্তাবই পেশ করা হোক, সেই প্রস্তাব পাশ করাতে বিজেপির বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। মহুয়ার অভিযোগ, সবটা জেনেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন মোদি-আদানিরা।