সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার বদলে প্রশ্ন ইস্যুতে আরও খানিকটা অস্বস্তিতে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। এবার তাঁর করা মানহানির মামলার শুনানিও পিছিয়ে গেল দিল্লি হাই কোর্টে। কারণ, স্বার্থের সংঘাতে পড়ে মামলা থেকে সরে দাঁড়ালেন তাঁর আইনজীবী।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগ ছিল, টাকার বিনিময়ে প্রশ্ন তুলে মহুয়া স্বাধিকার ভঙ্গ করেছেন। এবং অপরাধমূলক ষড়যন্ত্রও করেছেন। বিজেপি সাংসদকে নাকি ওই সব অভিযোগের স্বপক্ষে প্রমাণ দিয়েছেন আইনজীবী জয় অনন্ত দেহাদরি। এই দুজনের বিরুদ্ধেই দিল্লি হাই কোর্টে মানহানির মামলা ঠুকে দেন মহুয়া। শুক্রবার দিল্লি হাই কোর্টে (Delhi High Court) মামলার শুনানি ছিল।
[আরও পড়ুন: মামলা বেশি, লোকবল কম! চাপ সামলাতে রাজ্য পুলিশের কর্মী চাইছে CBI]
মহুয়ার পক্ষে মামলা লড়ছিলেন প্রবীণ আইনজীবী গোপাল শংকরনারায়ণ। এদিন শুরুতেই জয় অনন্ত দেহাদরি দাবি করেন, মহুয়ার আইনজীবীর স্বার্থের সংঘাত রয়েছে। এর আগে মহুয়া মৈত্রর সঙ্গে অন্য একটি মামলায় তিনি মধ্যস্থতার চেষ্টা করেছিলেন। বিচারপতি বলেন, আইনজীবী গোপাল শংকরনারায়ণ যদি মহুয়া এবং জয় অনন্ত দেহাদরির মধ্যে মধ্যস্থতার চেষ্টা করে থাকেন, তাহলে তিনি এই মামলায় যুক্ত থাকতে পারবেন না। তার পরই গোপাল শংকরনারায়ণ এই মামলা থেকে সরে দাঁড়ান। ফলে মামলাটিও পিছিয়ে যায়। মামলার পরবর্তী শুনানি ৩১ অক্টোবর।
[আরও পড়ুন: স্ত্রীকে খুন করে আগুন লাগিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা! বউবাজারে গ্রেপ্তার স্বামী]
মানহানির মামলায় ধাক্কা খেলেও মহুয়া এদিন বিজেপিকে (BJP) পালটা আক্রমণ করেছেন। সাফ জানিয়ে দিয়েছেন, সংসদের এথিক্স কমিটি বা সিবিআই তাঁর কাছে কোনও প্রশ্ন করলে তিনি তার জবাব দেবেন। কিন্তু বিজেপির ট্রোল আর্মির কোনও প্রশ্নের জবাব তিনি দেবেন না। আদানির নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যমের কোনও প্রশ্নেরও জবাব তিনি দেবেন না।