সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট সপ্তাহের জন্য জেল থেকে মুক্তি পেলেন লখিমপুর খেরি (Lakhimpur Kheri) কাণ্ডের মূল অভিযুক্ত আশিস মিশ্র (Ashish Mishra)। বুধবার তাঁর জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে শীর্ষ আদালতের তরফে সাফ নির্দেশ দেওয়া হয়েছে, মামলার সাক্ষীদের কোনওভাবেই প্রভাবিত করতে পারবেন না আশিস বা তাঁর পরিবারের সদস্যরা। সেই জন্য দিল্লি বা উত্তরপ্রদেশে থাকার অনুমতি দেওয়া হয়নি তাঁকে। এক সপ্তাহের মধ্যেই উত্তরপ্রদেশ ছেড়ে চলে যেতে হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ২০২১ সালে অক্টোবর মাসে বিক্ষোভরত কৃষকদের উপরে গাড়ি চালান আশিস। সেই ঘটনায় মৃত্যু হয় ৮ কৃষকের।
কেন্দ্রীয় মন্ত্রী আজয় মিশ্র টেনির পুত্র আশিসের হয়ে সওয়াল করেন মুকুল রোহতাগি। তিনি জানান, এক বছরেরও বেশ সময় ধরে জেল হেফাজতে রয়েছেন আশিস। কিছুদিন আগেই শীর্ষ আদালত জানিয়েছিল, দোষী প্রমাণিত না হলে অনির্দিষ্টকালের জন্য জেলে বন্দি রাখা যাবে না অভিযুক্তকে। সেই মন্তব্যকে হাতিয়ার করেই জামিনের আবেদন করেন রোহতাগি। যদিও বিরোধী তরফে বলা হয়, আশিসের মুক্তির ফলে ভীষণ ভুল বার্তা যাবে সমাজের কাছে। তা সত্বেও জামিনের আবেদন মঞ্জুর করে শীর্ষ আদালত। তবে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যদি সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করেন আশিস, তাহলে সঙ্গে সঙ্গে জামিন বাতিল করে দেওয়া হবে।
[আরও পড়ুন: নদী থেকে উদ্ধার একই পরিবারের সাতজনের দেহ, খুন নাকি আত্মহত্যা? ধন্দে পুলিশ]
উত্তরপ্রদেশে বিক্ষোভরত কৃষকদের উপরে গাড়ি চালিয়ে পিষে মারার মতো ভয়ংকর ঘটনা ঘটে। ৪ কৃষকের মৃত্যুতে মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের। তবে রবিবারের ওই ঘটনার পর থেকে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় যোগীরাজ্যের লখিমপুর খেরি। আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের তিনটি গাড়িতে। এদিকে এক জাতীয়স্তরের সংবাদমাধ্যমের দাবি, কেন্দ্রীয় মন্ত্রী গাড়ির মালিকানার কথা মেনে নিয়েছেন। তবে ঘটনার সময় তাঁর ছেলে আশিস ঘটনাস্থলে ছিলেন না বলেই দাবি করেন অজয় মিশ্র।
কৃষকদের উপর গাড়ি চালানোর প্রতিবাদে তীব্র বিক্ষোভের জেরে খুন হন গাড়ির চালক ও দুই বিজেপি কর্মী। ঘটনার বেশ কয়েকদিন গ্রেপ্তার হন আশিস। তাঁর বিরুদ্ধে খুন ও ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়। মামলা চলাকালীন সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগ ওঠে আশিসের পরিবারের বিরুদ্ধে। কৃষকদের হুমকি দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী, এমনটাই অভিযোগ ওঠে।