shono
Advertisement

Breaking News

মহিলার নিতম্বে নোবেলের হাত! গায়কের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক

নতুন করে বিতর্কের মুখে নোবেল।
Posted: 12:30 PM Aug 11, 2023Updated: 12:30 PM Aug 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিপাকে পড়লেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক নোবেল। গায়কের ফেসবুক স্টোরি গিয়েই গোটা নেটপাড়া জুড় শুরু হয়ে গেল হইচই। গায়কের পোস্ট দেখে অনুরাগীরা তো হতবাক। অনেকে তো বিশ্বাসই করতে পারছেন না এ কাজ নোবেল করতে পারেন।

Advertisement

কাণ্ডটা একটু বিশদে বলা যাক। শুক্রবার সকালে হঠাৎ নোবেলের ফেসবুক স্টোরিতে দেখা গেল একটি ছোট্ট ভিডিও। যেখানে দেখা গিয়েছে, এক মহিলার নিতম্বের হাত বোলাচ্ছে এক পুরুষ। সঙ্গে সঙ্গেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। প্রথম প্রথম অনেকেই মনে করেছিল এ কাণ্ড বুঝি একেবারেই নোবেলের। তবে অনুমান করা হচ্ছে নোবেলের ফেসবুক হ্যাক হয়েছে। কিন্তু এই নিয়ে এখনও কোনও কিছুই পোস্ট করেননি গায়ক নিজে।

[আরও পড়ুন: ‘আদিপুরুষ’ নিয়ে দেশে লঙ্কাকাণ্ড, বক্সঅফিসেও মন্দা, মুখ লুকোতে লন্ডনে ‘রাবণ’ সইফ!]

নোবেলের ফেসবুক স্টোরি।

প্রসঙ্গত, মদ্যপ অবস্থায় স্টেজে উঠে গান গাওয়ায় সম্প্রতি তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক নোবেল। ওপার বাংলার এক সংবদামাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নোবেল জানালেন, ”স্টেজে ওঠার আগে নিজেকে রিল্যাক্সড রাখার জন্য একটু মদ্যপানের দরকার পড়ে। কিন্তু অতিরিক্ত মদ্যপান করিনি। অল্পই পান করেছিলাম। তবে এ ঘটনায় আমি অনুতপ্ত এবং দুঃখিত। হাঁটু গেড়ে হাতজোড় করে সবার কাছে ক্ষমা চাইছি। এরকমটা আর কখনও হবে না।” অন্যদিকে স্ত্রী সালসাবিল মাহমুদের সঙ্গে ডিভোর্স নিয়েও বিতর্কের মুখে পড়েছিলেন নোবেল। সেই বিতর্কের ঝড় থামতে না থামতেই নতুন করে বিতর্ক শুরু।

[আরও পড়ুন: ‘ইন্দিরা ইজ ইন্ডিয়া!’ ‘এমার্জেন্সি’র নতুন ঝলকে চমকে দিলেন কঙ্গনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement