অর্ণব আইচ: নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার মামলার তদন্তে অত্যন্ত সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। দুর্নীতির কিনারা করতে তাঁদের তল্লাশি, ধরপাকড় চলছেই। তারই মাঝে সিবিআইয়ের (CBI) কলকাতা শাখায় বড়সড় রদবদল। কলকাতার অ্যান্টি করাপশন ব্রাঞ্চ (ACB) থেকে সরিয়ে দেওয়া হল ডিআইজি জয়দেবনকে। তাঁর জায়গায় দায়িত্বে এলেন পঙ্কজ কুমার সিং।
গত কয়েক বছর ধরেই গরু ও কয়লা পাচার দুর্নীতি মামলার কিনারা করতে তৎপর সিবিআই ও ইডি। এসবের আড়ালে কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে বলে প্রায় নিশ্চিত তদন্তকারীরা। কিন্তু কারা এর নেপথ্যে রয়েছেন, টাকা কোথায় কোথায়ই বা পাচার হয়েছে? অর্থাৎ মানি ট্রেল ধরতে এত তল্লাশি, ধরপাকড় সিবিআই, ইডির (ED)। এ রাজ্যে তার সঙ্গে কেন্দ্রীয় সংস্থার অতিরিক্ত দায়িত্ব শিক্ষা-সহ একাধিক নিয়োগে দুর্নীতি মামলার তদন্ত। তাতেও হাই প্রোফাইল ব্যক্তিদের জড়িত থাকার সন্ধান মিলেছে বলে খবর। ইতিমধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।
[আরও পড়ুন: রেশন দুর্নীতি কাণ্ড: তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার ইডির]
তবে মামলার কিনারা এখনও দূর অস্ত বলেই মনে করা হচ্ছে। কারণ, এসবের নেপথ্যে আরও মাস্টারমাইন্ডদের সন্ধান এখনও মেলেনি। এদিকে, ইডি-সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে মাঝেমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে আদালত। কখনও সুপ্রিম কোর্ট, কখনও আবার কলকাতা হাই কোর্ট ‘মন্থর গতি’র তদন্ত প্রক্রিয়ার কড়া সমালোচনা করে অফিসারদের ভর্ৎসনাও করেছে।
[আরও পড়ুন: ২০১১-র পরের তৃণমূলের কাউন্সিলররা অ্যাক্সিডেন্টাল নেতা! বিস্ফোরক অর্জুন]
তার জেরেই কি কলকাতার সিবিআই দপ্তরে এই রদবদল? প্রশ্ন উঠছেই। সূত্রের খবর, দুর্নীতি দমন শাখার দায়িত্বে জয়দেবনকে সরিয়ে যাঁকে আনা হচ্ছে, সেই পঙ্কজ কুমার সিং দক্ষ অফিসার হিসেবে বহু পরিচিত। তাই তাঁর হাতে গরু, কয়লা, নিয়োগ দুর্নীতির ভার সঁপে দ্রুত কিনারা পথে হাঁটতে চাইল সিবিআই? জানা গিয়েছে, ডিআইজি পদমর্যাদার জয়দেবনকে দিল্লিতে পাঠানো হয়েছে।