সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য ২০৩০ সালের মধ্যেই ‘গ্লোবাল হাব ফর গ্রিন শিপবিল্ডিং’ হয়ে ওঠা। আর সেই লক্ষ্যেই বড়সড় পদক্ষেপ করল গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড তথা GRSE। দেশের অন্যতম যুদ্ধজাহাজ নির্মাণকারী সংস্থা বুধবারই একটি মউ স্বাক্ষর করল তিনটি বিদেশি সংস্থার সঙ্গে। সেই সংস্থাগুলি হল শিফট ক্লিন এনার্জি, সিটেক সলিউশনস ইন্টারন্যাশনাল ও আমেরিকান ব্যুরো অফ শিপিং।
কী নিয়ে চুক্তি? জানা যাচ্ছে, ইলেকট্রিক টাগ ই-ভোল্ট ৫০ নির্মাণের লক্ষ্যেই স্বাক্ষরিত হয়েছে মউ। ই-ভোল্ট ৫০ কার্বণ নিঃসরণ কমাবে, কার্যকরী দক্ষতা বাড়াবে এবং টাগবোট শিল্পের জন্য নয়া মাইলফলক গড়ে তুলবে।
[আরও পড়ুন: ‘আমরা ক্রিকেট নিয়ে মাতি আর ওঁরা…’, রাজৌরির শহিদ জওয়ানদের শ্রদ্ধা আনন্দ মাহিন্দ্রার]
প্রসঙ্গত, জিআরএসই যুদ্ধজাহাজ নির্মাণে দেশের অন্যতম অগ্রণী। ১৮৮৪ সালে শুরু হয়েছিল গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের যাত্রা। সেই সময় এখানে কেবলই জলযানগুলির মেরামতি করা হত। ধীরে ধীরে যত সময় এগিয়েছে ততই গুরুত্ব বেড়েছে জিআরএসই’র। বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এই সংস্থা।