-
- ফটো গ্যালারি
- Major takeaways from 68th national film awards 2022 ceremony
জাতীয় পুরস্কারে 'দাদা সাহেব ফালকে' সম্মান পেলেন আশা পারেখ, সেরা অভিনেতা অজয় ও সূর্য
ন্যাশনাল অ্যাওয়ার্ডে সেরা বাংলা ছবির সম্মান পেল 'অভিযাত্রিক'।
Tap to expand
শুক্রবার প্রদান করা হল ৬৮ তম জাতীয় পুরস্কার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নিলেন বিজয়ীরা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর কিছুক্ষণ আগেই বিজয়ীদের তালিকা ঘোষণা করেছিলেন। ২০২০ সালের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারটি এদিন রাষ্ট্রপতি যে পুরস্কারগুলি বিতরণ করছেন তার মধ্যে রয়েছে। কিংবদন্তী অভিনেত্রী আশা পারেখ ভারতীয় চলচ্চিত্রে তাঁর আজীবন অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পাবেন।
Tap to expand
সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে সুরিয়া অভিনীত ‘সোরারাই পোত্রু’। তিনি সেরা অভিনেতার পুরস্কারও জিতেছিলেন যা তিনি অজয়দেবগনের সঙ্গে ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’-এ অভিনয়ের জন্য ভাগ করছেন।
Tap to expand
‘জখম’ এবং ‘দ্য লিজেন্ড অফ ভগৎ সিং’ ছবির পর তৃতীয়বার জাতীয় পুরস্কার পেলেন অজয় দেবগণ। অন্যদিকে পরিচালক বিশাল ভরদ্বাজ তাঁর তথ্যচিত্র ‘1232Kms’-এ ‘মারেঙ্গে তো ওয়াহিঁ জাকার’ গানের জন্য ‘সেরা সঙ্গীত রচনা’ বিভাগে রাষ্ট্রপতির কাছ থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন।
Tap to expand
অপর্ণা বালামুরালি ‘সোরারাই পোত্রু’-তে সুরিয়ার বিপরীতে অভিনয় করেন। তিনি সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। বিজু মেনন মালয়ালম ছবি ‘আয়্যাপ্পানুম কোশিয়াম’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন। লক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলি তামিল চলচ্চিত্র ‘শিভারঞ্জনিয়ুম ইন্নাম সিলা পেঙ্গালুম’ ছবিতে তাঁর অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।
Tap to expand
সেরা তেলেগু চলচ্চিত্র: কালার ফটো, সেরা তামিল চলচ্চিত্র: শিভারঞ্জনিয়ুম ইনুম সিলা পেঙ্গালুম, সেরা মালায়ালাম ফিল্ম: থিঙ্কলাজচা নিশ্চয়াম, সেরা মারাঠি ছবি: গোষ্ট এক পৈঠানিচি, সেরা কন্নড় ছবি: ডল্লু, সেরা হিন্দি ছবি: টুলসিদাস জুনিয়র, সেরা বাংলা চলচ্চিত্র: অভিযাত্রিক, সেরা অসমীয়া চলচ্চিত্র: সেতু, ভাঙ্কু (মালয়ালম), জুন (মারাঠি), আভাঞ্চিত (মারাঠি), গোদাকাথ (মারাঠি), টুলসিদাস জুনিয়র (হিন্দি), সেরা টুলু ফিল্ম: জিতিগে, সেরা হরিয়ানভি ছবি: দাদা লখমি, সেরা দিমাসা চলচ্চিত্র: সেমখোর, সেরা অ্যাকশন পরিচালনা: একে আয়াপ্পানাম কোশিয়ুম, সেরা কোরিওগ্রাফি: নাট্যম (তেলেগু), সেরা গানের কথা: সাইনা, সেরা সঙ্গীত পরিচালনা: আলা বৈকুণ্ঠপুররামুল (গান): থামন এস।
Tap to expand
বাংলার তরফ থেকে এবারের ন্যাশনাল অ্যাওয়ার্ডে সেরা বাংলা ছবির সম্মান পেল পরিচালক শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘অভিযাত্রিক’ (Avijatrik)। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি।
Published By: Akash MisraPosted: 03:33 PM Oct 01, 2022Updated: 03:33 PM Oct 01, 2022
ন্যাশনাল অ্যাওয়ার্ডে সেরা বাংলা ছবির সম্মান পেল 'অভিযাত্রিক'।