shono
Advertisement
Malaika Arora Father Death

মালাইকার থেকে মোটে ১১ বছরের বড় 'বাবা', পদবীও আলাদা, কে অনিল মেহতা?

বাবা আত্মঘাতী হওয়ার পরই অতীত প্রকাশ্যে!
Published By: Sandipta BhanjaPosted: 03:10 PM Sep 12, 2024Updated: 04:38 PM Sep 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকালেই মালাইকা অরোরার বাবার আত্মঘাতী হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। তবে বাবার নাম নিয়ে ধোঁয়াশা! কারণ বলিউড মাধ্যমসূত্রে অভিনেত্রীর পিতৃপরিচয় হিসেবে অনিল অরোরার নামই লেখা হয়েছে। এদিকে এদিন রাতে পরিবারের তরফে শোকবার্তা পোস্ট করে মালাইকা নিজে লিখেছেন 'অনিল কুলদীপ মেহেতা' (Anil Kuldip Mehta)। পিতৃপরিচয় নিয়ে কেন এই ধোঁয়াশা?

Advertisement

বাবা আত্মঘাতী হওয়ার পরই প্রকাশ্যে এল মালাইকার পরিবারের অতীতকথা। অভিনেত্রীর যখন ১১ বছর বয়স তখনই মা-বাবার বিচ্ছেদ হয়। তখন থেকে মালাইকা-অমৃতা দুই বোন মায়ের কাছেই বেড়ে ওঠেন। অভিনেত্রীর জন্মদাতা বাবার নামও আসলে অনিল। সেখান থেকেই এই ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। মা জয়িস পরে এই অনিল কুলদীপ মেহেতার সঙ্গে সম্পর্কে জড়ান। জন্মদাতা বাবার থেকেও মালাইকাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তাঁর। পিতৃজ্ঞানে অনিল কুলদীপ মেহেতার সঙ্গে আদুরে ছবিও পোস্ট করতেন মালাইকা। আসলে তিনি অভিনেত্রীর সৎ বাবা। আর বয়সও তাঁর থেকে খুব একটা বেশি নয়। সৎ বাবার সঙ্গে মালাইকার বয়সের ফারাক মোটে ১১ বছর।

পুলিশি সূত্রে জানা গিয়েছে, অনিল কুলদীপ মেহেতার বয়স ৬২। অন্যদিকে মালাইকা পঞ্চাশ ছুঁয়েছে। এইজন্যই মালাইকা-অমৃতাদের সঙ্গে তাঁর পদবীতে মিল নেই। মা জয়িস আদতে খ্রিস্টান। তিনি জয়িস পলিক্র্যাপ নাম ব্যবহার করেন। অতঃপর দুই 'অরোরা সিস্টার্স' তাঁদের জন্মদাতা বাবার পদবীটাই ব্যবহার করেন।

[আরও পড়ুন: ‘বেণীমাধব’ বিতর্কে উত্তাল সোশালপাড়া, কটাক্ষের শিকার হয়ে কী বললেন শিল্পী গৌতম?]

বুধবার সকাল ৯ টা নাগাদ উদ্ধার হয় মালাইকা অরোরা বাবা অনিল কুলদীপ মেহেতার মরদেহ (Malaika Arora Father Death)। পুলিশ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মালাইকার বাবা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্য়া করেছেন। কিন্তু কোনও সুইসাইড নোট না মেলায়, আত্মহত্যার কারণ অস্পষ্ট। তবে সূত্রের খবর, আত্মহত্যার কয়েক ঘণ্টা আগেই মালাইকা ও অমৃতাকে ফোন করেছিলেন তাঁদের বাবা। ফোন দুজনকেই স্পষ্ট জানিয়ে ছিলেন, "আর পারছি না, আমি ক্লান্ত।" জানা গিয়েছে, পুলিশকে নাকি এমন কথাই জানিয়েছেন মালাইকা ও তাঁর বোন অমৃতা।

[আরও পড়ুন: ‘পশ্চিমবঙ্গে বহুরূপীরা বিলুপ্তপ্রায়, লোকশিল্পীরা আজ পথের ভিখারি’, আক্ষেপ শিবপ্রসাদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement