shono
Advertisement

Breaking News

কাশ্মীরি শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, ভারতের সমালোচনা নোবেলজয়ী মালালার

মালালাকে পালটা টুইটে কটাক্ষ অজিত দোভালের৷ The post কাশ্মীরি শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, ভারতের সমালোচনা নোবেলজয়ী মালালার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:26 PM Aug 08, 2019Updated: 09:30 PM Aug 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৭০ ধারা লোপ করে জম্মু-কাশ্মীরের পুনর্গঠনের পর সেখানকার শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন নোবেলজয়ী তরুণী তথা সমাজকর্মী মালালা ইউসুফজাই৷

Advertisement

[আরও পড়ুন : বাতিল সমঝোতা এক্সপ্রেস, আটারি সীমান্তে আটকে বহু ভারতীয়]

জম্মু-কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়ার পালটা হিসেবে ইসলামাবাদ বুধবারই ভারতীয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছে৷ আর তারপরই মালালা টুইট করে আশঙ্কা প্রকাশ করেন৷ টুইটে তিনি লিখেছেন, ‘আজ আমি কাশ্মীরি মহিলা ও শিশুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বোধ করছি৷ যে কোনও অশান্তি, হিংসায় তাঁরাই সফট টার্গেট, তাঁরাই সবচেয়ে বেশি আক্রান্ত হন৷’ পাশাপাশি তিনি আন্তর্জাতিক সংগঠনগুলির কাছেও কাশ্মীরি শিশুদের দিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন৷ কাশ্মীর সম্পর্কে স্মৃতিচারণায় মালালা আরও লেখেন, ‘আমি ছোট থেকেই শুনে আসছি, জম্মু-কাশ্মীরের মানুষজন আতঙ্কের মধ্যে বসবাস করেন৷ আমাক বাবা, মা, দাদু, ঠাকুমা সকলর কাছে শুনেছি৷’  

পাকিস্তানি কন্যা হিসেবে কাশ্মীর সমস্যা সম্পর্কে সম্যক ধারণা আছে বাইশের তরুণী মালালা ইউসুফজাইয়ের৷ ভূস্বর্গ নিয়ে ভারত-পাকিস্তানের চিরদ্বন্দ্বও তাঁর কাছে স্পষ্ট৷ শিশুদের শিক্ষার অধিকার রক্ষার পক্ষে কথা বলায় নিজের মাটিতেই তাঁকে জঙ্গি হামলার মুখে পড়তে হয়েছিল৷ ২০১২ সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গুলি করা হয় তাঁকে৷ সংকটজনক অবস্থায় ব্রিটেনে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠে নতুন জীবন শুরু করেন৷ ২০১৭ সালে ভারতের সমাজকর্মী কৈলাস বিদ্যার্থীর সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান৷

[আরও পড়ুন : ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদ, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করছে পাকিস্তান]

এই মুহূর্তে মালালা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক শিক্ষাকর্মী৷ সমসমায়িক যে কোনও পরিস্থিতি নিয়েই সজাগ পাক তরুণী৷ এখনও তাঁর প্রতিবাদী স্বর অক্ষুণ্ণ৷ কেন্দ্রীয় সিদ্ধান্তে এই মুহূর্তে কিছুটা ছন্দ কেটে যাওয়া কাশ্মীরের শিশুদের প্রতি তাঁর এই উদ্বেগ স্বাভাবিক৷ বিশেষত স্কুল-কলেজ বন্ধ এবং সমস্ত রকমের টেলিকমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে যাওয়া নিয়ে বিশেষ চিন্তিত নোবেলজয়ী তরুণী৷ টুইটারে সেই ভাবনার কথাই লিখেছেন মালাল ইউসুফজাই৷ তবে তাঁর এই উদ্বেগপ্রকাশকে কটাক্ষ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ পালটা টুইটে তাঁর বক্তব্য, সন্ত্রাসের শিকার হয়ে যাঁকে নিজের দেশ থেকেই পালিয়ে যেতে হয়, তাঁর মুখে কাশ্মীরিদের নিয়ে এত সতর্কতার কথা মানায় না৷

The post কাশ্মীরি শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, ভারতের সমালোচনা নোবেলজয়ী মালালার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement