সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশজুড়ে মলদ্বীপ বিতর্ক (Maldives Row) অব্যাহত। বিভিন্ন কূটনৈতিক স্তরে ইতিমধ্যেই ব্যাপারটা নিয়ে জলঘোলা শুরু হয়েছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পাশে দাঁড়িয়ে মালদ্বীপকে (Maldives) বয়কটের ডাক দিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। টিম ইন্ডিয়ার (Team India) জোরে বোলারের দাবি, দেশের পর্যটনকে বিশ্বের কাছে তুলে ধরার মধ্যে কোনও অন্যায় নেই।
সংবাদ সংস্থা এএনআই-কে ‘সহেসপুর এক্সপ্রেস বলেন, “সবার আগে আমরা ভারতীয়। তাই আমাদের মুখ্য উদ্দেশ্যে হল দেশের স্বার্থ রক্ষা করা। আর সেইজন্য দেশের পর্যটনকে বিশ্বের কাছে তুলে ধরার মধ্যে কোনও অন্যায় নেই। আমি এমনটাই মনে করি। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেটাই করছেন। এবং আমাদের সবার ওঁর পাশে থাকা উচিত।”
[আরও পড়ুন: কেপটাউন টেস্টের প্রসঙ্গ উঠতেই মেজাজ হারালেন সানি! কিন্তু কেন?]
বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হারের পর, টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে এসেছিলেন মোদি। বিরাট কোহলি, রোহিত শর্মাকে সান্ত্বনা দেওয়ার পর বুকে জড়িয়ে ধরেছিলেন শামিকে। এবার সেই শামি দেশের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন।
ঘটনার সূত্রপাত নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফর থেকে। সেই সমুদ্র সৈকতে প্রধানমন্ত্রীর রঙিন মেজাজের ছবি দেখে মালদ্বীপের নেতা-মন্ত্রীরা কটাক্ষ করতে শুরু করেন। শুধু তাই নয়, ভারতের সমুদ্রসৈকতগুলোকে নোংরা, দুর্গন্ধে ভরা বলেও বিদ্রুপ করেন। ওই মন্ত্রীদের বরখাস্ত করা হলেও ভারতীয় নেটিজেনদের রাগ কিন্তু ছাই চাপা আগুনের মতো জ্বলছে! সেই প্রেক্ষিতেই অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, জন আব্রাহাম থেকে শ্রদ্ধা কাপুরের মতো তারকারা মালদ্বীপের মন্ত্রীর ওই বিতর্কিত মন্তব্যের শুধু প্রতিবাদই করেননি। বরং ভারতীয় টুরিজমের প্রচারও করেন। এমনকি শচীন তেণ্ডুলকর, হার্দিক পাণ্ডিয়া প্রতিবাদে গর্জে উঠেছিলেন। এবার সেই তালিকায় জুড়ে গেল শামির নাম।