shono
Advertisement

কেন্দ্রের এই সিদ্ধান্ত দেশকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে, কটাক্ষ মমতার

নোট বদলের সিদ্ধান্ত কেন্দ্র প্রত্যাহার করুক, এই দাবিতে সংসদ অচল করে দেয় তৃণমূল, কংগ্রেস-সহ বিরোধী দলগুলি৷ The post কেন্দ্রের এই সিদ্ধান্ত দেশকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে, কটাক্ষ মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:56 PM Nov 18, 2016Updated: 03:26 PM Nov 18, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশিতভাবেই শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনেও নোট ইস্যুতে উত্তপ্ত হল সংসদ৷ শুক্রবার দফায় দফায় মুলতবি হল লোকসভা ও রাজ্যসভা৷ এদিন দিল্লিতে তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোট বদলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সরব হয়ে বলেন, “দেশের এত বড় সর্বনাশ আগে কখনও হয়নি৷ জরুরি পরিস্থিতির থেকেও ভয়ঙ্কর অবস্থা চলছে৷ পরিকল্পনা ছাড়াই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ একমাস সময় দেওয়া হোক সাধারণ মানুষকে৷ পর্যাপ্ত নোট যতক্ষণ না আসছে পুরনো ও নতুন ৫০০ টাকার নোট চালু করা হোক৷ ২০০০ নোটে সাধারণ মানুষের কোনও উপকার হবে না৷ আমি প্রতিবাদ করবই৷” মুখ্যমন্ত্রী আরও বলেন, “কেন্দ্রের এই সিদ্ধান্ত দেশকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে৷ প্রতিশ্রূতি নয়, অ্যাকশন চাই৷ ১০০০ টাকার নোট বাতিল হয়েছে, কিন্তু পর্যাপ্ত নোট কোথায়? শুধু ঘোষণা হচ্ছে, কাজ হচ্ছে না৷”

Advertisement

অন্যদিকে, তৃণমূল-সহ বিরোধীদের বিক্ষোভের জেরে সোমবার পর্যন্ত লোকসভার অধিবেশন স্থগিত রাখার কথা ঘোষণা করেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন৷ এদিন সকালে অধিবেশন শুরুর আগেই সংসদে গান্ধী মূর্তির সামনে থালা-হাঁড়ি নিয়ে অভিনব উপায়ে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের সাংসদরা৷ নোট বদলের সিদ্ধান্ত কেন্দ্র প্রত্যাহার করুক, এই দাবিতে সংসদ অচল করে দেয় তৃণমূল, কংগ্রেস-সহ বিরোধী দলগুলি৷ সংসদে ১৮টি মুলতবি প্রস্তাব এনে সংসদে আলোচনা দাবি করে বিরোধীরা৷

একইভাবে লোকসভাতেও বিরোধীরা ৫৬ ধারায় মুলতবির প্রস্তাব এনে আলোচনা হোক বলে দাবি করে৷ কিন্তু শাসক দল বিজেপির সাংসদরা ১৯৩ ধারায় আলোচনা করতে চাইছিলেন৷ এই ধারায় শুধু আলোচনা করা যায়৷ অন্যদিকে ৫৬ ধারায় ভোটাভুটির সুযোগ থাকে৷ এর অর্থ ভোটাভুটির মাধ্যমে বিরোধীরা বেশি ভোট পেলে সরকারকে নোট বদলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হতে পারে৷ আলোচনার দাবিতে লোকসভার ওয়েলে নেমে তৃণমূল, কংগ্রেস, এআইএডিএমকে, সিপিএম বিক্ষোভ দেখায়৷ লোকসভায় কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে প্রশ্ন তোলেন, রাজ্যসভায় আলোচনা হলে লোকসভায় কেন আলোচনা হবে না? তৃণমূলও একই দাবিতে অনড় ছিল৷

The post কেন্দ্রের এই সিদ্ধান্ত দেশকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে, কটাক্ষ মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement