shono
Advertisement

ইস্যু ছাড়াই আন্দোলন-গুন্ডামি চলছে, বিরোধীদের কটাক্ষ মমতার

রাজ্যে ২ নম্বর ও ৩ নম্বর হওয়ার প্রতিযোগিতা চলছে, মন্তব্য মুখ্যমন্ত্রীর। The post ইস্যু ছাড়াই আন্দোলন-গুন্ডামি চলছে, বিরোধীদের কটাক্ষ মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:18 PM May 25, 2017Updated: 11:48 AM May 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনদিনের ব্যবধানে বামেদের নবান্ন অভিযান এবং বিজেপির লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড কলকাতায়। দুটি ঘটনাতেই বিরোধীদের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলেন মমতা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি ও সিপিএমকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। তাঁর কটাক্ষ, রাজ্যে ২ ও ৩ নম্বর হওয়ার লড়াই চলছে দুই দলের মধ্যে। ইস্যু ছাড়া আন্দোলন চলছে, গুন্ডামি হচ্ছে বলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

[অতীতের মার ভুলে আক্রান্ত পুলিশকেই বাঁচালেন সাংবাদিক]

বৃহস্পতিবার বিজেপির লালবাজার অভিযানকে ঘিরে রণক্ষেত্রর চেহারা নেয় মধ্য কলকাতা। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে বিজেপি কর্মী-সমর্থকদের। পুলিশকে লক্ষ্য করে যথেচ্ছ ইটবৃষ্টি হয়, উল্টোদিকে বিক্ষোভকারীদের হটাতে জলকামান-কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। অভিযোগ, বিজেপিকর্মীদের উপর ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। তবে এদিন ফিয়ার্স লেনে আমহার্স্ট স্ট্রিট থানার ওসির জিপ পুড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও কিছু সরকারি গাড়ি। সেই ঘটনার তীব্র নিন্দা করে মমতা বলেন, ‘সিপিএম-বিজেপি গোলমাল পাকাচ্ছে, অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। সরকারি সম্পত্তি নষ্ট করেছে ওরা, আগুন লাগানো হয়েছে। পুলিশকে ধরে মারা হয়েছে। মহিলারাও বাদ যাননি। রাজ্যে ২ নম্বর ও ৩ নম্বর হওয়ার প্রতিযোগিতা চলছে। ইস্যু ছাড়াই আন্দোলন, গুন্ডামি চলছে।’

[বিজেপির অভিযানে পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার দিলীপ ঘোষ]

এরপরই নিজের মোবাইল ফোনে একটি ভিডিও সাংবাদিকদের দেখান মুখ্যমন্ত্রী। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছে। তার মধ্যেই দেখা যাচ্ছে, একজন পুলিশকর্মী আহত অবস্থায় রাস্তায় পড়ে কাতরাচ্ছেন এবং একজন সাংবাদিক তাঁকে উঠতে সাহায্য করছেন। এক জনৈক টিভি চ্যানেলের সাংবাদিক সুকান্ত মুখোপাধ্যায়ের এই মানবিক দৃষ্টান্তের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘দেখুন কীভাবে ওরা পুলিশকে মেরেছে এবং সাংবাদিক তাঁকে বাচাচ্ছেন। আর বিরোধীরা মিথ্যা খবর রটাচ্ছে।’

The post ইস্যু ছাড়াই আন্দোলন-গুন্ডামি চলছে, বিরোধীদের কটাক্ষ মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার