shono
Advertisement
Mamata Banerjee

'বাবা রে! রাজভবনে ডাকলে আর যাব না', শ্লীলতাহানি বিতর্কের মাঝে বিস্ফোরক মমতা

Published By: Sayani SenPosted: 03:01 PM May 11, 2024Updated: 03:52 PM May 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। চলছে জোর কাটাছেঁড়া। তারই মাঝে ফের বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল ডাকলে আর রাজভবনে যাবেন না, বলেই দাবি তাঁর। সি ভি আনন্দ বোসের পদত্যাগেরও দাবি জানান তৃণমূল নেত্রী।

Advertisement

তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শনিবার আদিসপ্তগ্রামে নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভামঞ্চ থেকে তিনি বলেন, "বলছে দিদিগিরি চলবে না। রাজ্যপাল আপনার তো পদত্যাগ করা উচিত। মহিলাদের নির্যাতন করার আপনি কে? কাল নাকি প্রেসকে ডেকেছিল। এডিট করে ভিডিও দেখিয়েছে। কপিটা আমার কাছে আছে। পেয়েছি এক জায়গা থেকে। যেটা এডিট করেছেন, সেটাও আমার কাছে আছে। এখনও তো সব বেরয়নি। আরেকটা ভিডিও পেলাম। পেন ড্রাইভে। আরও কীর্তি কেলেঙ্কারি। কীর্তির পর কীর্তি। কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবা রে! আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন। রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তি কেলেঙ্কারি শুনছি। আপনার পাশে বসাটাও পাপ।"

[আরও পড়ুন: ধর্ষণ করে খুন? বারাসতের নার্সিংহোমের ছাদে নাবালিকার দেহ উদ্ধারে গ্রেপ্তার মালিক-সহ ২]

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী বোমা ফাটান। দাবি করেন, রাজ্যপাল বোস তাঁর দুবার শ্লীলতাহানি করেন। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগও দায়ের করেন। অভিযোগ পাওয়ামাত্রই কলকাতা পুলিশের তরফে বিশেষ তদন্তকারী দল বা SET গঠন করা হয়। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ খারিজ করে দেন সি ভি আনন্দ বোস(C V Ananda Bose)। এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক যোগসাজশ রয়েছে বলেই দাবি। শ্লীলকাহানি বিতর্কে চাপানউতোরের মাঝে রাজভবনের তরফে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয়। অনুমতি ছাড়াই তাঁর ফুটেজ প্রকাশ্যে আনায় হতবাক তরুণী। ওই ভিডিও ফুটেজ নিয়ে চলছে জোর কাটাছেঁড়া। যদিও ওই ভিডিও ফুটেজ এডিটেড বা সম্পাদিত বলেই দাবি শাসক শিবিরের।

[আরও পড়ুন: মন্দিরে মাথায় হাত দিলীপের! শেষবেলার প্রচারে কীর্তি আজাদকে ব্যঙ্গ বিজেপি প্রার্থীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শ্লীলতাহানি বিতর্কে তোলপাড় রাজ্য রাজনীতি।
  • তারই মাঝে ফের বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়।
  • রাজ্যপাল ডাকলে আর রাজভবনে যাবেন না, বলেই দাবি তাঁর। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পদত্যাগেরও দাবি জানান তৃণমূল নেত্রী।
Advertisement