সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে পরিষেবা আরও বাড়াতে বিশেষ ভাবনা। এবার ডাক্তারিতে ডিপ্লোমা কোর্স। বৃহস্পতিবার নবান্নে রিভিউ মিটিংয়ে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মুখ্যমন্ত্রীর প্রস্তাব ট্রেনিংয়ের নাম করে অতিরিক্ত সময় নষ্ট করবেন না। স্যালাইন এবং অক্সিজেন দেওয়া, ওষুধ দেওয়া সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে নার্সদের বেশিদিনের প্রশিক্ষণের প্রয়োজন নেই। ইঞ্জিনিয়ারদের মতো চিকিৎসকদের জন্য ডিপ্লোমা কোর্স চালু করা যেতে পারে। তার ফলে পাঁচ বছরের পরিবর্তে তিন বছরে ডিপ্লোমা কোর্স পাশ করলেই পাওয়া যাবে চিকিৎসক।
[আরও পড়ুন: এক্সিট পোলে এগিয়ে কংগ্রেস, কর্ণাটকের ফল নিয়ে কী বলছে দেশের সেরা সাট্টা বাজারগুলি?]
বিশেষজ্ঞ চিকিৎসকরাই তাঁদের প্রশিক্ষণ দেবেন। তাঁদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো যেতে পারে। তাতে সকলেই উপকৃত হবেন বলেই আশাবাদী মমতা। প্রয়োজনে স্বাস্থ্যসচিবকে কমিটি তৈরি করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
পাশাপাশি যত দ্রুত সম্ভব পুলিশে নিয়োগের কথাও বলেন মুখ্যমন্ত্রী। নবান্নের রিভিউ বৈঠকে মমতা জানান, যত তাড়াতাড়ি সম্ভব পুলিশবাহিনীর সদস্য সংখ্যা বাড়াতে হবে। সেক্ষেত্রে আগামী তিন মাসের মধ্যে পুলিশে নিয়োগ করতে হবে। তাঁদের প্রশিক্ষণ দিতে হবে মাসের মধ্যে সাতদিন। বাকি ২১ দিন পুলিশবাহিনীতে কাজ করবেন তাঁরা।