ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: একগুচ্ছ কর্মসূচি নিয়ে দু’দিনের বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর সফরসূচির প্রায় সবটাই জানা ছিল আগে থেকে। তবে বৃহস্পতিবারই তাঁর সফর সূচিতে পরিবর্তন। সেই পরিবর্তনে ছিল চমক। হরিদাসপুরে বিএসএফের অনুষ্ঠানে তখন অমিত শাহ। ঠিক সেই সময়ে খবর মিলল, শুক্রবার সন্ধেবেলা নাকি তিনি যাবেন বেহালার বীরেন রায় রোডে মহারাজের বাড়ি। BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়িতে নৈশভোজ সারবেন। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ”সৌরভকে বলো রসগোল্লা, দই কিনে দিতে। বাংলার এই জিনিসগুলো ভাল।” অর্থাৎ শাহ-সৌরভের সাক্ষাৎকে অন্তত রাজনৈতিকভাবে গুরুত্ব দিতে চাইলেন না মুখ্যমন্ত্রী।
শুক্রবার সন্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়ায় সংস্কৃতি মন্ত্রকের যে অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে যাবেন, তাতে নৃত্য পরিবেশন করার কথা সৌরভপত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের(Dona Ganguly)। ওই অনুষ্ঠান শেষ হওয়ার কথা সন্ধে ৭টা নাগাদ। তারপর বিজেপির রাজ্য দপ্তরে একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু তার ফাঁকেই তিনি চলে যাবেন বেহালার বীরেন রায় রোডের বিখ্যাত ‘মা মঙ্গলচণ্ডী ভবনে’। অর্থাৎ মহারাজের বাড়ি।
[আরও পড়ুন: ‘কাটমানির সংজ্ঞা কী?’, বঙ্গ সফরে থাকা অমিত শাহর কটাক্ষে পালটা বিঁধলেন মমতা]
অমিত শাহর সঙ্গে সৌরভের ব্যক্তিগত সম্পর্ক বেশ ভাল বলেই শোনা যায়। অমিতপুত্র জয় শাহর সঙ্গে হাতে হাত মিলিয়ে বিসিসিআই চালাচ্ছেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। ২০১৯ সালে একবার দিল্লিতে অমিত শাহর বাড়িতেও গিয়েছিলেন বিসিসিআই সভাপতি। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে একবার সৌরভের বাড়িতে যাওয়ার কথা ছিল শাহর। সেসময় বিসিসিআই সভাপতি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হওয়ায় সেই পরিকল্পনা বাতিল করতে হয়। এবার সম্ভবত দু’ জনের সাক্ষাৎ হচ্ছে।
[আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরের পুনর্বিন্যাস প্রক্রিয়া চূড়ান্ত, বাড়ল হিন্দু অধ্যুষিত জম্মুর আসনসংখ্যা]
এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ”অতিথি এলে আপ্যায়ণ করতে হয়। উনি সৌরভের বাড়ি যেতেই পারেন। সৌরভকে বলো রসগোল্লা, দই কিনে দিতে। বাংলার এই জিনিসগুলো ভাল।”