সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবভারতীতে ভারতসেরা মোহনবাগান। মুম্বই সিটি এফসিকে বিধ্বস্ত করে লিগ শিল্ড ঘরে তুললেন আন্তোনিও হাবাসের ছেলেরা।
সবুজ-মেরুন শিবির লিগ শিল্ড জয়ের অব্যবহিত পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানালেন মোহনবাগানকে। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ''২০২৩-২৪ মরশুমে আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন মোহনবাগানকে। অবিসংবাদি ভারতেসরা তারা। খেলোয়াড়, ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফদের সাধুবাদ জানাচ্ছি, যাদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম এই অসাধারণ সাফল্য এনে দিয়েছে।''
ম্যাচের শেষে যুবভারতীর পাগলপারা অবস্থা। ভক্ত-অনুরাগীরা গান গাইছেন, হাসছেন, নাচছেন। কল্লোলিনী আবার তিলোত্তমা হল। বাংলার প্রথম ক্লাব হিসেবে মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হল। মোহনবাগান ভারতসেরা হল, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে উত্তরণ হল মহামেডান স্পোর্টিংয়ের। আগামী বছর বাংলার তিনটি ক্লাবই আইএসএল খেলবে। কলকাতা আবার ফুটবলের মক্কা হল।