সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমফানের (Amphan) ত্রাণে দুর্নীতির অভিযোগ লেগেই রয়েছে। কোথাও পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না ক্ষতিগ্রস্তরা। কোথাও আবার ক্ষতিগ্রস্তদের প্রাপ্যের ঝুলি শূন্য। বিষয়গুলি প্রকাশ্যে আসার পর একাধিকবার ত্রাণে দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার দুর্নীতি রুখতে পঞ্চায়েত স্তরে কমিটি গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, বৃহস্পতিবার নবান্নের তরফে প্রতিটি জেলার জেলাশাসককে সমস্ত পঞ্চায়েতে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই কমিটিতে থাকবেন একজন পঞ্চায়েত সদস্য, বিডিওর প্রতিনিধি, একজন সরকারি আধিকারিক ও প্রয়োজনে বিরোধী দলের এক প্রতিনিধি। পঞ্চায়েতের ওই কমিটি খতিয়ে দেখবে তালিকায় নাম থাকা প্রত্যেকেই প্রকৃত ক্ষতিগ্রস্ত কি না। সূত্রের খবর, ৭ দিনের মধ্যে কমিটিতে কারা থাকছেন সেই তালিকা তৈরি করে নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: আমফানে আর্থিক দুর্নীতির অভিযোগ, জুতো-ঝাঁটা নিয়ে অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ মহিলাদের]
প্রসঙ্গত, আমফানের পর ১ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ত্রাণ পাননি। সব ক্ষেত্রেই প্রকাশ্যে এসেছে স্বজনপোষণের অভিযোগ। ক্ষোভ উগড়ে দিয়েছেন দুর্গতরা। বুধবার সর্বদল বৈঠকেও ত্রাণ বিলি প্রসঙ্গে রাজ্যকে বিঁধেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও বাম নেতা সুজন চক্রবর্তী। এরপরই আমফানের ত্রাণের জন্য বিরোধীনেতার নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর পরের দিনই পঞ্চায়েত স্তরে কমিটি গঠনের নির্দেশ দিলেন তিনি। দুর্নীতির অভিযোগ পেলে ফের কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন: এলাকায় একাধিক করোনা আক্রান্তের হদিশ, আতঙ্কে তারকেশ্বর মন্দির খোলার সিদ্ধান্ত বাতিল কমিটির]
The post আমফানের ত্রাণে ‘স্বজনপোষণ’, দু্র্নীতি রুখতে পঞ্চায়েত স্তরে কমিটি গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.