shono
Advertisement

দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে মমতা বন্দ্যোপাধ্যায়

সবচেয়ে বিত্তবান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। জানেন তাঁর সম্পত্তির পরিমাণ কত? The post দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে মমতা বন্দ্যোপাধ্যায় appeared first on Sangbad Pratidin.
Posted: 09:34 AM Feb 13, 2018Updated: 09:49 AM Feb 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিলাসিতা তাঁর খুব একটা পোষায় না। সাধারণের সঙ্গে সাধারণের মতোই মিশে যেতে পারেন। আর সেভাবেই থাকতে পছন্দ করেন। স্থাবর-অস্থাবর সম্পত্তি বলতে যা বোঝায়, দেশের অন্যান্য মুখ্যমন্ত্রীদের তুলনায় অনেকটাই কম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে ৩০ লক্ষ টাকার একটু বেশি টাকার সম্পত্তি রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। তাই দেশের দরিদ্র মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তিনি। সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR) নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার পরিসংখ্যানের নিরিখে প্রকাশ্যে এসেছে এই তথ্য। যাতে দেশের দীনতম মুখ্যমন্ত্রী হয়েছেন ত্রিপুরার মানিক সরকার (প্রায় ২৭ লক্ষ)। আর দ্বিতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

[উপযুক্ত জবাব পাবে পাকিস্তান, হুঁশিয়ারি নির্মলার]

দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর জীবনযাত্রার উপর সমীক্ষা চালিয়েছিল এডিআর নামক সংস্থাটি। সঙ্গে ছিল ন্যাশনাল ইলেকশন ওয়াচ(NEW)। যাতে দেশের সবচেয়ে বিত্তবান মুখ্যমন্ত্রী হয়েছেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নায়ডু। তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১৭৭ কোটি টাকা। অন্তত ১২৯ কোটি টাকার সম্পত্তি মালিকানা-সহ দ্বিতীয়স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের পেমা খাণ্ডু। তৃতীয় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (অন্তত ৪৮ কোটি)। এই তালিকা অনুযায়ী, দেশের দু’জন মুখ্যমন্ত্রীর ১০০ কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে৷ ১০ থেকে ৫০ কোটির মধ্যে সম্পত্তি রয়েছে ৬ জন মুখ্যমন্ত্রীর৷ ১ কোটি থেকে ১০ কোটির মধ্যে রয়েছেন ১৭ জন৷ আর ১ কোটির নিচে ৬ জন মুখ্যমন্ত্রী৷

[ঘণ্টাখানেক হনুমান চালিশা পাঠেই মিটবে সমস্যা, কৃষকদের দাওয়াই বিজেপি নেতার]

কেবল আয়-ব্যায়ের হিসেব নয় এখানে রয়েছে মুখ্যমন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতার তালিকাও৷ ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে শতকরা ১০ শতাংশ উচ্চমাধ্যমিক পাশ৷ ৩৯ শতাংশ স্নাতক৷ ৩২ শতাংশের স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে৷ আর মাত্র ৩ শতাংশই ডক্টরেট উপাধি পেয়েছেন৷ এছাড়াও দিল্লি-সহ দেশের ১১টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে৷ তালিকায় প্রথম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস৷ তাঁর বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে৷ এর মধ্যে অন্তত তিনটি গুরুতর অপরাধের৷ তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন কোনও ফৌজদারি মামলা নেই৷

[বিশ্বের সব থেকে ধনী শহরের তালিকায় মুম্বই, পিছিয়ে প্যারিস]

 

 

The post দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে মমতা বন্দ্যোপাধ্যায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement