সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কেউ জেনেশুনে ভুল করলে আইন আইনের পথে চলবে, রায়গঞ্জ থেকে কড়া বার্তা দিলেন তিনি। একইসঙ্গে শিক্ষাক্ষেত্রে প্রচুর নিয়োগের আশ্বাসও দিলেন।
মঙ্গলবার উত্তর ২৪ পরগনার রায়গঞ্জে পরিষেবা প্রদান অনুষ্ঠান ছিল মুখ্যমন্ত্রীর। সেখান থেকেই নিয়োগ ক্ষেত্রে ‘ভুল ভ্রান্তি’ নিয়ে কড়া বার্তা তাঁর। বললেন, “স্কুলে অনেক নিয়োগ হবে। আপনারা আবেদন করুন। নিশ্চয়ই আপনারা পাবেন। এক আধজনের ছোট্ট একটা ভুলের জন্য…।” মমতা আরও বলেন, “মনে রাখবেন, একসাথে থাকতে হলে থালাবাটিতেও ঠোকাঠুকি লাগে। তার পর আবার ঠোকাঠুকি ঠিক হয়ে যায়। ঠোকাঠুকি যেটা হয় সেটা করে অজান্তে।”
[আরও পডুন: আরএসএস নেতা খুনে পপুলার ফ্রন্টের ১৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিল কেরলের আদালত]
তবে “কেউ যদি জেনেশুনে ভুল করে তাঁকে ক্ষমা করা উচিত নয়। আইন আইনের পথে চলবে”, বলছেন মুখ্যমন্ত্রী।উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি। ঘুরিয়ে এদিন কি তাঁকেই বার্তা দিলেন? উঠছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, কাজ করতে গেলে একটা-দুটো ভুল হতে পারে। সেটাকে গুরুত্ব দেওয়া উচিত নয়। তবে কেউ জেনেশুনে ভুল করলে আইন আইনের পথে চলবে। এদিনও সেই কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
এদিনের সভা থেকে বিজেপিকেও নিশানা করেন মমতা। তাঁর অভিযোগ, “মানুষ কী খাবে, কী পরবে তা একান্ত নিজস্ব পছন্দ। কিন্তু বিজেপিশাসিত রাজ্যগুলিতে মাছ-ডিম-মাংসের দোকান বন্ধ করে দিচ্ছে।”