shono
Advertisement

চিকিৎসায় সাড়া দিচ্ছেন মমতা, ফুলে রয়েছে বাঁ পায়ের হাঁটুও

শরীরের কতটা ক্ষতি হয়েছে জানতে ফের রেডিও ইমেজিং মুখ্যমন্ত্রীর।
Posted: 08:59 AM Mar 11, 2021Updated: 08:46 AM Mar 12, 2021

পায়ে চোট নিয়ে SSKM হাসপাতালে ভরতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঠিত হয়েছে ৯ সদস্যের মেডিক্যাল টিম। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন মমতা।

Advertisement

রাত ৮.৫১: চিকিৎসায় সাড়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যন্ত্রণা কিছুটা কমেছে। গোড়ালিতে চোট রয়েছে। হাঁটু সামান্য ফুলে রয়েছে। শুক্রবার সকাল ১১টায় ফের মেডিক্যাল বোর্ড বসবে। পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। 

সন্ধে ৬.৫৮: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসএসকেএমে যেতে পারেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। বৃহস্পতিবার ইডেন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইঙ্গিত তাঁর। বললেন, ”উনি দ্রুত ভাল হয়ে যাবেন।”

বিকেল ৫.৫৬: ফের বৈঠকে বসল মেডিক্যাল বোর্ড। মুখ্যমন্ত্রীর পরবর্তী চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত হবে বৈঠকে।

বিকেল ৫.২৮: শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল।

বিকেল ৫.১৫: মমতার উপর পরিকল্পিত হামলা, অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের। প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে কালো পতাকা নিয়ে মৌন মিছিল করবেন তৃণমূল কর্মীরা। দুপুর ৩ টে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে মিছিল।

বিকেল ৪. ৩৫: মুখ্যমন্ত্রী আক্রান্ত হওয়ার ঘটনায় এবার মুখ্যসচিবের কাছ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। 

বিকেল ৪. ১২: মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ‘হামলা’র প্রতিবাদে বর্ধমানের বাজেপ্রতাপপুরে রাস্তা অবরোধে শামিল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় ও মা বীণা গঙ্গোপাধ্যায়। 

বিকেল ৪.০০: জামালপুরে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

দুপুর ৩. ৪২: মুখ্যমন্ত্রীর উপর ‘হামলা’র ঘটনার জের, রাজ্যে আনা হচ্ছে আরও কেন্দ্রীয়বাহিনী।

দুপুর ৩. ১৮: আগামিকাল বিরুলিয়া যাবেন বিবেক দুবে।

দুপুর ৩.১০: মুখ্যমন্ত্রীকে দেখতে এসএসকেএমে মদন মিত্র, নুসরত জাহান। 

দুপুর ২. ৪৩: ‘সকলে শান্ত থাকুন’, হাসপাতালের বেড থেকে কর্মীদের সংযত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন, এখনও বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে। হয়তো কিছুদিন হুইল চেয়ার ব্যবহার করতে হবে। 

দুপুর ২. ১৪: মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে ঝাড়গ্রামে পুজো দিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। 

ছবি: প্রতীম মৈত্র

দুপুর ২. ১২: মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে লকেট চট্টোপাধ্যায়।

বেলা ১.৫৬:  শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পায়ের যন্ত্রণা মারাত্মক। শরীরে সোডিয়ামের মাত্রাও কম। চলছে ওষুধ। এসএসকেএমের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হল মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতির খবর। 

বেলা ১.৪৫: মুখ্যমন্ত্রী জখম হওয়ার ঘটনায় রাজ্যজুড়ে ক্ষোভ, প্রতিবাদের জেরে অশান্তি। সকলকে শান্ত থাকার আবেদন তৃণমূলের। টুইটারে বার্তা দলের। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় খবরাখবর জানানো হবে বলেও টুইটে লিখেছে তৃণমূল নেতৃত্ব।

বেলা ১.৩৫: নেত্রীকে দেখতে হাসপাতালে সাংসদ মিমি চক্রবর্তী। SSKM চত্বরে কার্যত কেঁদে ফেললেন তিনি।

বেলা ১. ২০: জেলায় জেলায় এখনও চলছে বিক্ষোভ।

বেলা ১২. ৫৫: অসুস্থ মুখ্যমন্ত্রী, আগামী চারদিনের সমস্ত কর্মসূচি বাতিল করল তৃণমূল।

বেলা ১২. ২৭: কামারহাটিতে মদন মিত্রের নেতৃত্বে বিক্ষোভ মিছিল তৃণমূল কর্মী-সমর্থকদের। 

বেলা ১২.১০: শেখ সুফিয়ানের অভিযোগের ভিত্তিতে নন্দীগ্রাম কাণ্ডে মামলা দায়ের করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। 

সকাল ১১. ৫১: মমতাকে দেখতে হাসপাতালে গেলেন শমীক ভট্টাচার্য ও তথাগত রায়। মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করলেন তাঁরা।

ছবি: অরিজিৎ সাহা

সকাল ১১. ৪০: মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে বিমান বন্দ্যোপাধ্যায়। 

ছবি: অরিজিৎ সাহা

সকাল ১১. ৩৪: দুর্গাপুরের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। 

ছবি: উদয়ন গুহরায়

সকাল ১১. ৩২: মুখ্যমন্ত্রীর উপর হামলার অভিযোগের প্রকৃত তদন্তের দাবিতে আজই কমিশনে যাচ্ছে বিজেপিও।

সকাল ১১. ২২: নন্দীগ্রামের ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল।

সকাল ১১. ১২: আজ আবার ইসিজি করা হবে মুখ্যমন্ত্রীর।

সকাল ১০. ৪৮: ট্রমায় রয়েছেন মুখ্যমন্ত্রী, জানালেন চিকিৎসকরা।

সকাল ১০. ৩৪: নন্দীগ্রামে মিছিল তৃণমূল কর্মীদের। স্লোগান উঠল, “ধোলাই হবে, পিটাই হবে।” বিক্ষোভ চলছে কালনা, পুরুলিয়ায়ও। 

সকাল ১০. ২৬: মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করলেন পরিচালক তথা বারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী।

সকাল ১০. ২০: আমডাঙায় চলছে অবরোধ। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে রাস্তার উপর জ্বালানো হচ্ছে টায়ার।

সকাল ১০. ১২: বিরুলিয়ায় মুখ্যমন্ত্রীর উপর হামলার অভিযোগের জের, আজ দুপুরে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন CEO।

সকাল ১০. ১০: দেগঙ্গার বিভিন্ন জায়গায় বিক্ষোভে শামিল তৃণমূলের কর্মী-সমর্থকরা।

সকাল ১০. ০০: মুখ্যমন্ত্রী নাটক করছেন, কটাক্ষ দিলীপ ঘোষের।

সকাল ৯. ৫০: বিরুলিয়া বাজারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বিজেপি কর্মীরা।

সকাল ৯. ৩৫: ব্রেকফাস্টে চা, বিস্কুট খেয়েছেন মুখ্যমন্ত্রী। অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তাঁকে। বেশ কয়েকটি রক্তপরীক্ষাও করা হচ্ছে।

সকাল ৯. ৩১: বিজেপির উপর মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে, এই দাবি তুলে বিরুলিয়া বাজারে বিক্ষোভে গেরুয়া শিবিরের কর্মীরা। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। 

সকাল ৯. ৩০: মুখ্যমন্ত্রীর উপর হামলার প্রতিবাদে শিয়ালদহ-হাসনাবাদ শাখার কদম্বগাছি স্টেশনে বিক্ষোভ। ব্যাহত ট্রেন চলাচল। দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা।

সকাল ৯. ২০: ফের উত্তপ্ত হয়ে উঠল বিরুলিয়া।

সকাল ৯.০০: ঘুম থেকে উঠেছেন মুখ্যমন্ত্রী।

সকাল ৮. ৪৫: বিরুলিয়ার যেখানে আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রী, সেই এলাকা পরিদর্শনে গেলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক। কথা বলছেন স্থানীয়দের সঙ্গে।

সকাল ৮. ৩০: মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করলেন নুসরত-মিমি।

সকাল ৮. ২৪:  বাবুল সুপ্রিয়-সহ বিরোধী শিবিরের নেতা-নেত্রীরাও সুস্থতা কামনা করলেন মমতার। পাশপাশি ঘটনার সত্যতা নিয়েও প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল।

সকাল ৮. ২০: মুখ্যমন্ত্রীর উপর হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভে শামিল কর্মী-সমর্থকরা।

সকাল ৮.০০: তৃণমূল সুপ্রিমোর অসুস্থতার কারণে পিছিয়ে গেল ইস্তেহার প্রকাশ। 

সকাল ৭. ৪০: চিকিৎসকরা জানিয়েছেন, বুকে ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে মুখ্যমন্ত্রীর। করা হতে পারে সিটি স্ক্যান। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।

সকাল ৭. ৩০: SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভরতি রয়েছেন মমতা। রাতভর হাসপাতালের বাইরে অপেক্ষা করেন উদ্বিগ্ন কর্মী-সমর্থকরা। বিজেপিকে খোঁচা দিয়ে টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখলেন, “২ তারিখ বাংলার তাঁদের ক্ষমতা দেখাবে।”

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement