shono
Advertisement

মহানায়ক সম্মানে ভূষিত অপর্ণা-পরাণ, উত্তমকুমারের মৃত্যুদিনে স্বীকৃতি তরুণদেরও

নজরুল মঞ্চে উত্তমকুমারকে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর। The post মহানায়ক সম্মানে ভূষিত অপর্ণা-পরাণ, উত্তমকুমারের মৃত্যুদিনে স্বীকৃতি তরুণদেরও appeared first on Sangbad Pratidin.
Posted: 06:27 PM Jul 24, 2018Updated: 06:57 PM Jul 24, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা বর্ষায় বাঙালিকে চোখের জলে ভাসিয়ে দিয়ে চলে গিয়েছিলেন তিনি। ২৪ জুলাই তারিখটি অভিশপ্ত। প্রতিবছরের মতো এবারও মৃত্যুদিনে মহানায়ককে শ্রদ্ধাজ্ঞাপন করল রাজ্য সরকার। নজরুল মঞ্চে বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহানায়ক সম্মান পেলেন অভিনেত্রী অপর্ণা সেন ও অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। সেরা পরিচালক মানসমুকুল পাল, সেরা অভিনেতা আবির চট্টোপাধ্যায়।

Advertisement

[প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য, নন্দনে সাতদিনব্যাপী উত্তমকুমার চলচ্চিত্র উৎসব]

বাংলার চলচ্চিত্রে নায়ক ছিলেন এবং আছেন। কিন্তু বাঙালির মহানায়ক একজনই। উত্তমকুমার। বাঙালির ম্যাটিনি আইডল। ৩২ বছরের অভিনয় জীবনে ২০৫টি ছবি। রোম্যান্টিক নায়ক তো বটেই, ‘বাঘবন্দির খেলা’ ছবিতে দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ কিংবা ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’-এ চাকরের ভূমিকায় উত্তমকুমারের অভিনয় কী আজও ভুলতে পেরেছেন সিনেমাপ্রেমীরা! তাই ২৪ জুলাই তারিখটি বাঙালির কাছে চির অভিশপ্ত। ১৯৮০ সালে ২৪ জুলাই প্রয়াত হন প্রবাদপ্রতীম এই অভিনেতা। তৃণমূল জমানায় মৃত্যুদিবসে মহানায়ককে শ্রদ্ধাজ্ঞাপন করে রাজ্য সরকার। নজরুল মঞ্চে অনুষ্ঠানে হাজির থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। ‘মহানায়ক সম্মান’-সহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয় অভিনেতা ও কুলাকুশলীদের।

বাঙালির মনে মণিকোঠায় উত্তমকুমারের মৃত্যু নয়। এখনও ভাবতেই পারি না, তিনি আর নেই। উত্তমকুমার জীবন্ত কিংবদন্তী। মঙ্গলবার নজরুল মঞ্চে বাঙালির চিরকালীন আবেগই যেন ধরা পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গলায়। এবছর মহানায়ক সম্মান পেলেন অভিনেত্রী অপর্ণা সেন ও অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। সেরা পরিচালক বিভাগে পুরস্কার পেলেন মানসমুকুল পাল। সেরা চিত্রনাট্যকার কৌশিক গঙ্গোপাধ্যায়। সেরা অভিনেতার পুরস্কার পেলেন আবির চট্টোপাধ্যায়। আর সেরা সংগীত পরিচালক মনোনীত হয়েছেন অনুপম রায়। সেরা শিশুশিল্পীর হিসেবে দু’জনকে পুরস্কার দিল রাজ্য সরকার। পুরস্কার পেল ‘সহজপাঠের গপ্পো’ সিনেমার অভিনেতা সামিউল আলম ও নূর ইসলাম। আর সেরা চিত্রগ্রাহক হিসেবে্ পুরষ্কৃত হলেন শীর্ষ রায়। নজরুল মঞ্চে মহানায়ককে শ্রদ্ধাজ্ঞাপনে অনুষ্ঠানের যোগ দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ-সহ টালিগঞ্জের অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা।

[ মেলবোর্নে প্রদর্শিত হবে সৃজিতের ‘উমা’ ও প্রতীমের ‘আহারে মন’]

The post মহানায়ক সম্মানে ভূষিত অপর্ণা-পরাণ, উত্তমকুমারের মৃত্যুদিনে স্বীকৃতি তরুণদেরও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement