shono
Advertisement

Breaking News

জয়নগরের সভার আগে জনসংযোগ, হেলিপ্যাড থেকে দেড় কিমি হেঁটে মঞ্চে মমতা

মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত জয়নগরের বাসিন্দারা।
Posted: 01:38 PM Jan 09, 2024Updated: 02:02 PM Jan 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই আমজনতার মধ্যে মিশে থাকতে পছন্দ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারও তার অন্যথা হল না। হেলিপ্যাডে নেমে মানুষের সঙ্গে কথা বলতে বলতে পায়ে হেঁটে সভাস্থলে পৌঁছলেন তিনি। তাঁকে কাছে পেয়ে আপ্লুত জয়নগরের বাসিন্দারা।

Advertisement

সোমবার গঙ্গাসাগর মেলার উদ্বোধনে সাগর যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেলা চত্বর পরিদর্শন করেন। পুজো দেন কপিল মুনির আশ্রমে। মঙ্গলবার দুপুরে জয়নগরে প্রশাসনিক সভা তাঁর। সেই কারণে এদিন দুপুরে গঙ্গাসাগর থেকে জয়নগরের উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিপ্যাডে নেমে গাড়ি নয়, পায়ে হেঁটে সভাস্থলের পথে রওনা হন তিনি। পথের দুধারে তাঁকে শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছিলেন বহু মানুষ। হাঁটতে হাঁটতেই তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। 

[আরও পড়ুন: ‘নেতা ও পুলিশের সাহায্যে পালিয়েছেন শাহজাহান’, অবিলম্বে গ্রেপ্তারির নির্দেশ রাজ্যপালের]

দেড় কিলোমিটার রাস্তা হেঁটে বহুড়া  হাই স্কুলের মাঠে প্রশাসনিক সভাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানেও খোশ মেজাজে দেখা যায় তাঁকে। আদিবাসী ছন্দে পা-ও মেলান তিনি। এর পর উঠে যান মঞ্চে। এই প্রথম নয়, সবসময়ই দেখা যায়, আমজনতার মাঝে মিশে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও একই রূপে ধরা দিলেন তিনি। 

[আরও পড়ুন: ‘দুর্নীতি প্রমাণ করতে পারলে মাথা কেটে ফেলব’, অন্তরাল থেকে বার্তা সন্দেশখালির শাহজাহানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার