shono
Advertisement

‘ইডি ফোন করে বলেছে, বিজেপিতে যান’, তাপসের দলবদলে কটাক্ষ মমতার

তৃণমূল নেত্রীর মন্তব্য, 'কেউ কেউ তো চলে যাচ্ছে ভয় পেয়ে, একবার ইডি এলেই। ইডির লোকই পরে ফোন করে বলছে, বিজেপিতে যান। সমস্যা মিটে যাবে।'
Posted: 04:32 PM Mar 07, 2024Updated: 04:52 PM Mar 07, 2024

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: দীর্ঘ রাজনৈতিক জীবনে একবারও বাড়িতে পুলিশ আসেনি। আর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাঁর বাড়িতে দিনভর তল্লাশি চালিয়েছিল ইডি (ED)। তার পর একবারও দলনেত্রী তাঁকে বা তাঁর পরিবারের কাউকে ফোন করে কথা বলেননি, সমবেদনা জানাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর এই ‘অভিমান’ থেকেই দলত্যাগ করেছেন ঘাসফুল শিবিরের দীর্ঘদিনের সদস্য তাপস রায়। বুধবার তিনি যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। আর নারীদিবসের প্রাক্কালে বৃহস্পতিবারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন। তাপস রায়ের (Tapas Roy) নাম না করে তাঁর কটাক্ষ, ”কেউ কেউ তো চলে যাচ্ছে ভয় পেয়ে, একবার ইডি এলেই। ইডির লোকই পরে ফোন করে বলছে, বিজেপিতে যান। সমস্যা মিটে যাবে।”

Advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় গত জানুয়ারি মাসে কলকাতার (Kolkata) দু প্রান্ত – বরানগর ও লেকটাউনের শ্রীভূমির বাড়িতে তৃণমূলের দুই নেতা তাপস রায় ও সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডি। দিনভর তাঁদের বাড়িতে চলে তল্লাশি। রাতে ইডি চলে যাওয়ার পর দুই নেতাই কার্যত ক্ষোভে ফেটে পড়েছিলেন ইডির ‘প্রতিহিংসামূলক আচরণ’ নিয়ে। পরে তাপস রায় অভিমানের সুরে বলেন, সেদিন থেকে একবারও দলনেত্রী এ এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেননি, কোনও সভায় তার প্রতিবাদও করেননি। অথচ তিনি শাহজাহানকে (Shahjahan) নিয়ে বলেছেন যে ইডি টার্গেট করেছেন। সেই অভিমানে তিনি দলত্যাগই করেছেন। যোগ দিয়েছেন বিজেপি (BJP) শিবিরে। সম্ভবত আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা থেকে গেরুয়া প্রার্থী হতে পারেন তিনি।

[আরও পড়ুন: কেন একদিন আগেই নারীদিবস উদযাপন? মঞ্চ থেকে কারণ জানালেন মুখ্যমন্ত্রী]

এনিয়ে বৃহস্পতিবারের সভা থেকে প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাপসে সুর নরম করে তাঁর দলবদলের জন্য তিনি দায়ী করলেন ইডিকেই। বললেন, ”কিন্তু সিবিআই-ইডি লাগাও। এত রাগ কেন? কেউ কেউ তো চলে যাচ্ছে ভয় পেয়ে একবার বাড়িতে ইডি এলেই। ভাবছে, বাবা! ইডি যদি আবার ধরে।” তাঁর এই বক্তব্য থেকেই স্পষ্ট, দীর্ঘদিনের সতীর্থ যতই বিরোধী শিবিরে যোগ দিন, তাঁর প্রতি খুব কড়া বাক্যবাণ প্রয়োগ করলেন না।

[আরও পড়ুন: কীভাবে ইডির উপর হামলা? সিআইডি জেরায় শাহজাহানের উত্তর, ‘বারবার বলব না’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement