সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিজেপি (BJP) বিরোধিতায় জাতীয় স্তরে ঐক্যের পথে হাঁটলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখলেন তিনি। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের একাধিক সিদ্ধান্তের বিরোধিতায় সকলকে একজোট করে প্রতিবাদের বার্তা দিয়েছেন। পাশাপাশি চিঠিতে লিখেছেন কেন্দ্রের বিরোধী নেতাদেরও চিঠি পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, জাতীয় স্তরে বিরোধীদের একজোট হয়েই প্রতিবাদে নামতে হবে।
চিঠিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ”বিজেপি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত করছে। সকলের কাছে আমার আবেদন, নিজেদের সময়-সুযোগমতো একসঙ্গে বসে আলোচনা করি এবং এর বিরোধিতায় সরব হই।” এ প্রসঙ্গে তিনি বিরোধী রাজ্যগুলিতে সিবিআই (CBI) সক্রিয়তা, বিরোধীদের সম্মতি ছাড়া সংখ্যাধিক্যের জোরে একাধিক আইন সংশোধন করে নেওয়ার কথা উল্লেখ করেছেন। এসবের জেরেই তাঁর মত, গণতান্ত্রিক ব্যবস্থা সম্পূর্ণ গুঁড়িয়ে দিতে চাইছে কেন্দ্রের ক্ষমতাসীন দল।
[আরও পড়ুন: বাসন্তীতে বোমা বিস্ফোরণ, আগুনে পুড়ল বাড়ি, এলাকায় ব্যাপক আতঙ্ক]
মমতার আরও অভিযোগ, বিভিন্ন জায়গায় ভোটের আগেই কেন্দ্রীয় সংস্থাগুলোর তৎপরতা বৃদ্ধি পায়। আয়কর সংস্থা, ভিজিল্যান্স কমিশনকে দিয়ে হুঁশিয়ারি দেওয়ানো হয়। গণতন্ত্রকে বাঁচাতে এসবের বিরোধিতায় সরব হওয়া প্রয়োজন সকলের। তার জন্য বিজেপি বিরোধী দলগুলির সকলের এক ছাতার নিচে আসা দরকার। এমনটাই মনে করেন মমতা। সেই কারণেই অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছেন। যদিও চিঠিতে কোনও বিশেষ নেতা কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম নেই।
[আরও পড়ুন: ‘জেলেনস্কিকে বলে দিন আমি ওঁদের থেঁতলে দেব’, শান্তি বৈঠকে হুঁশিয়ারি পুতিনের]
এর আগে একাধিকবার জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট গড়তে অগ্রণী ভূমিকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় তাঁর উদ্যোগে শামিল হয়েছিলেন তামিলনাড়ু, ঝাড়খণ্ড, দিল্লির মুখ্যমন্ত্রীরা। পরে অবশ্য সেই জোট খুব একটা সুসংহত হয়ে ওঠেনি। আবারও বিজেপি বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করার কাজে এগোলেন তৃণমূল সুপ্রিমো।