shono
Advertisement

Breaking News

'সন্দেশখালি সিঙ্গুর-নন্দীগ্রাম নয়, কেউ মারা যায়নি', বিজেপিকে খোঁচা মমতার

Published By: Tiyasha SarkarPosted: 01:20 PM Apr 05, 2024Updated: 02:59 PM Apr 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে সন্দেশখালি ইস্যুকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সন্দেশখালিকে গুরুত্ব দিতে নারাজ। কোচবিহারের সভা থেকে মমতা বললেন, "সন্দেশখালি কিন্তু সিঙ্গুর-নন্দীগ্রাম নয়। একটা ঘটনা ঘটে গিয়েছে।" হাথরাস প্রসঙ্গ তুলে বললেন, "সন্দেশখালিতে কেউ মারা যায়নি।"

Advertisement

শিয়রে লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। সমস্ত রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়েছে প্রচারে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জেলায় জেলায় জনসভা করছেন। এদিন কোচবিহারের তুফানগঞ্জে সভা করেন তিনি। বৃহস্পতিবার কোচবিহারের সভা থেকে সন্দেশখালি নিয়ে রাজ্যকে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন তার পালটা দিলেন মমতা। তিনি বলেন, "সন্দেশখালি কিন্তু সিঙ্গুর বা নন্দীগ্রাম নয়। আমাদের পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছেন। যাঁরা জমি জায়গা কেড়ে নেওয়ার অভিযোগ করেছিলেন, তাঁদের সব ফেরানো হয়েছে।" এর পরই হাথরাস ও বিলকিস প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। সরাসরি নিশানা করেন মোদিকে। বলেন, "সন্দেশখালিতে কিন্তু একজনও মারা যায়নি।"

[আরও পড়ুন: রাজ্যসভার সাংসদ হিসেবে শপথগ্রহণ সোনিয়ার, মজলেন শমীকের বোনের শাড়িতে]

কোচবিহারের সভা থেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে (Nishith Pramanik) নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, "খুন করত বলে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলের আপদ, এখন বিজেপির সম্পদ।" এর পরই শাহজাহানের সঙ্গে নিশীথের কার্যত তুলনা টেনে বসলেন মমতা। বললেন, "আমরা শাহজাহানকে গ্রেপ্তার করেছি। তাহলে নিশীথ কীভাবে কেন্দ্রের মন্ত্রী হলেন? এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে কি?" নিশীথের বিরুদ্ধে কেসের পাহাড় রয়েছে তা দাবি করার পাশাপাশি তৃণমূল প্রার্থী 'হিরের টুকরো' বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: ‘ভারতের জনতাই নিশ্চিত করবে অবাধ নির্বাচন’, রাষ্ট্রসংঘের উদ্বেগ ওড়ালেন জয়শংকর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement