shono
Advertisement

Mamata Banerjee on 21st July: ‘আপনাদের আমলে কত চাকরি?’, একুশের মঞ্চ থেকে বামেদের তোপ মমতার

বিজেপিকেও নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো।
Posted: 02:02 PM Jul 21, 2022Updated: 02:26 PM Jul 21, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। বারবার তৃণমূলকে (TMC) আক্রমণ করছে বাম-বিজেপি। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সেই ইস্যুতেই সিপিএম ও বিজেপিকে পালটা তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বামেদের কটাক্ষ করে প্রশ্ন ছুঁড়লেন, “আপনাদের আমলে কত চাকরি দিয়েছিলেন?” তবে নিয়োগে কোনও দুর্নীতি হয়ে থাকলে, শাস্তিও দেওয়া হবে বলে আশ্বাস দিলেন তিনি।

Advertisement

তৃণমূল কর্মী-সমর্থকদের কাছে একুশ মানেই আবেগ। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তৃণমূল নেত্রীর বক্তব্য শুনতে হাজির হয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা। নির্দিষ্ট সময়ে মঞ্চে আসেন দলনেত্রী। একাধিক ইস্যুতে বিরোধীদের তোপ দাগার পাশাপাশি সরব হন শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে। জানান, রাজ্যের তরফে চেষ্টা করা হলেও নিয়োগ করা যাচ্ছে না। একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যে এখনও ১৭ হাজার শিক্ষকের পদ খালি রয়েছে। তা সত্ত্বেও আমরা নিয়োগ করতে পারছি না। কারণ, একের পর এক মামলায় নিয়োগ আটকে রয়েছে।”

[আরও পড়ুন: 21 July TMC Shahid Diwas LIVE: মানুষের বৃষ্টি ২৪-এ বিজেপিকে ভাসিয়ে নিয়ে যাবে: মমতা]

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা চাই চাকরি হোক, ওরা চায় না চাকরি হোক। তাই ওরা পিঁপড়ের মতো করে কামড় দিচ্ছে।” বামনেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের নাম করে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন,  “আপনাদের আমলে কত চাকরি দিয়েছিলেন?” এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বামেদের একটা পত্রিকা আছে। একটা সময়ে সেখানকার সমস্ত সাংবাদিকের স্ত্রীরা স্কুলে চাকরি করতেন, কীভাবে পেয়েছিলেন আমি সব জানি।” তিনি দাবি করেন, ১০ থেকে ১৫ লক্ষ টাকায় চাকরি বিক্রি হয়েছে সিপিএমের শাসনকালে। শুধু তাই নয়, জন্ম শংসাপত্র নিয়েও বামেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধেও নিয়োগ দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রেল, ইউপিএসসি, ডিফেন্স, সিভিল অ্যাভিয়েশনে নিয়োগ নিয়ে তোমরা কী করেছ? সব দোষ শুধু বাংলার?” অগ্নিপথ প্রসঙ্গেও বিজেপিকে নিশানা করেন তিনি। বলেন, “কারও চাকরি কাড়তে দেব না।” তবে তৃণমূলনেত্রীর দাবি অসত্য বলেই দাবি করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। বললেন, “সাহস থাকলে চিরকূট বের করুন।”   

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, বাংলায় চাকরি হবে প্রার্থীর নিজের কৃতিত্বে। পাশাপাশি তিনি বলেন, “কোথাও যদি ভুল হয়ে থাকে শুধরে নেবে। কেউ ইচ্ছে করে ভুল করলে শাস্তি পেতে হবে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা যে চাকরি প্রার্থীদের বাড়তি অক্সিজেন দেবে, তা বলাই বাহুল্য। 

[আরও পড়ুন: ‘প্রকল্প হবে বাংলার নামেই, না হলে কেন্দ্রের টাকা লাগবে না’, হুঙ্কার অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement