সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি গিয়ে মোদি বিরোধী আন্দোলনকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে সফল হলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রতিবাদে এদিন তৃণমূলের মঞ্চে উপস্থিত হয় বিজেপি-বিরোধী প্রায় সব বিরোধী দলগুলি৷ উপনির্বাচনে তূণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর আত্মবিশ্বাসী মমতা মনে করছেন, নোট-কাণ্ডে গোটা দেশের মানুষ এখন বিজেপির বিরুদ্ধে৷ উপনির্বাচনের ফলাফলেই ‘গণবিদ্রোহের’ ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছে৷ সামনেই উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের ভোট৷ মমতার প্রতিক্রিয়া, মানুষ নোটবদলের বিরুদ্ধেই ভোট দিচ্ছেন৷ ফলে ওই ভোটেও বিজেপিকে চরম মূল্য দিতে হবে৷
This is not a political fight. This is a fight for people #DeMonetisation #Protest pic.twitter.com/mGpjNe30qv
— AITC (@AITCofficial) November 23, 2016
যন্তরমন্তরের ধরনামঞ্চে দাঁড়িয়ে এদিন মমতা বলেন, “নোট বাতিল করে ছোট দোকান, পরিবার ও সাধারণ মানুষকে টার্গেট করছেন মোদি৷ কিন্তু সুইস ব্যাঙ্ক থেকে কালো টাকা ফিরিয়ে আনতে ব্যর্থ কেন্দ্র৷” শ্রমিকরা বেতন পাচ্ছেন না, আসন্ন ভোটে বিজেপি এর জবাব পাবে বলেও এদিন মন্তব্য করেন মমতা৷ তাঁর গোটা বক্তৃতা জুড়েই ছিল সাধারণ মানুষ, মজদুরদের সমস্যার কথা৷ আজ যন্তরমন্তরে ধরনার আগে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে বিজেপি-বিরোধী প্রায় দু’শো জন সাংসদ অবস্থান বিক্ষোভে অংশ নেন৷ প্রায় এক ডজন দল সেখানে উপস্থিত ছিল৷ মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর এতটা একজোট বিরোধীদের কখনও মনে হয়নি৷ স্বভাবতই দিল্লিতে মমতার উপস্থিতি নরেন্দ্র মোদির উপর চাপ বাড়িয়ে দিয়েছে৷ আরও খবর হল, গোটা বিরোধী শিবিরকে নিয়ে আগামী বৃহস্পতিবার ফের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে যেতে পারেন মমতা৷ নোটবদলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ফের তুলে ধরা হবে রাইসিনা হিলে৷ মমতা এদিন বলেন, “প্রাণ থাকতে আমাকে কেউ ভয় দেখাতে পারবে না৷ আমৃত্যু মানুষের পাশে থেকেছি, ভবিষ্যতেও থাকব৷” সাধারণ মানুষের দুর্ভোগের পরও প্রধানমন্ত্রী ক্ষমা চাননি কেন, প্রশ্ন তুলেছেন মমতা৷ পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন, কোনও নির্বাচনের দিকে তাকিয়ে তাঁর এই আন্দোলন নয়, মানুষের জন্যই তিনি পথে নেমেছেন৷
The post নোট ইস্যুতে মোদি সরকারকে আক্রমণ মমতার appeared first on Sangbad Pratidin.