সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আঘাত পাওয়ার পর প্রথম সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর চোটের খবর পাওয়া মাত্রই এক্স হ্যান্ডেলে তাঁর সুস্থতা কামনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালরা। শুক্রবার সকালে টুইটে প্রত্যককে ধন্যবাদ জানালেন মমতা।
বৃহস্পতিবার সন্ধেয় আচমকা তৃণমূলের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। দেখা যায় কপালে গভীর ক্ষত। নাক-গালে রক্তের দাগ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয় রাজনৈতিক মহল থেকে শুরু আমজনতার মধ্যে। রাতেই এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অধীর চৌধুরী, হিমন্ত বিশ্বশর্মা-সহ অন্যান্যরা।
[আরও পড়ুন: ভুয়ো প্রেসক্রিপশন বানিয়ে জালিয়াতি, ২০ লক্ষ টাকা বান্ধবীর অ্যাকাউন্টে! প্রতিবাদ করায় খুন ব্যবসায়ী?]
কিন্তু রাতে হাসপাতাল থেকে ফেরার পর আর সোশাল মিডিয়ায় সক্রিয় ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে, মোদি থেকে রাহুল গান্ধীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরেও চিকিৎসকদের তত্ত্বাবধানেই ছিলেন মুখ্যমন্ত্রী। রাতে ভালো ঘুম হয়েছে বলে খবর। তবে ব্যথা রয়েছে নাকে।