shono
Advertisement

অমিত শাহের পালটা, আগামী ২৯ ডিসেম্বর বোলপুরে রোড শো মমতার

রোড শো-তে কমপক্ষে ২ লক্ষ মানুষের জমায়েত হবে বলেই আশাবাদী অনুব্রত মণ্ডল।
Posted: 02:59 PM Dec 21, 2020Updated: 02:59 PM Dec 21, 2020

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) মুখে শাসক-বিরোধীর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এবার অমিত শাহের রোড শো’র পালটা জবাব দিতে চলেছে তৃণমূল। আগামী ২৯ ডিসেম্বর বোলপুরে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই সিদ্ধান্তের কথা জানান বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। রোড শো-তে কমপক্ষে ২ লক্ষ মানুষের জমায়েত হবে বলেই আশাবাদী তিনি।

Advertisement

আগামী বছরেই বিধানসভা নির্বাচন। বাংলার মসনদে কে বসবে, তা নিয়ে শাসক-বিরোধীর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বিনা লড়াইয়ে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দু’পক্ষই। তাই জেপি নাড্ডার কনভয়ে হামলার পরই ফের দু’দিনের বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সফরের দ্বিতীয় দিনে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) গড়ে রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ডাকবাংলো মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত ৯০০ মিটার রোড শো’য় কয়েক লক্ষ মানুষ ভিড় জমান বলেই দাবি গেরুয়া শিবিরের। ওই ভিড় নিয়ে শাসকদল তৃণমূলকে খোঁচা দিতেও ছাড়েননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ নিজে দাবি করেন, রোড শো’তে এরকম ভিড় কোনওদিন দেখেননি। রোড শো’কে ‘ঐতিহাসিক’ বলেও দাবি করেছিলেন তিনি।

[আরও পড়ুন: অর্জুন সিংয়ের সামনেই বিজেপির যোগদান মঞ্চে হাতাহাতি-ভাঙচুর, উত্তপ্ত দুর্গাপুর]

এদিকে, রবিবার ঠিক একই সময় বঙ্গধ্বনি যাত্রা করে তৃণমূল। যার নেতৃত্বে ছিলেন দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ওই মিছিলে তেমন ভিড় হয়নি বলেই দাবি। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের মুখে ঘাসফুল শিবিরের কাছে সেটাই এখন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই অমিত শাহের পালটা হিসাবে আগামী ২৯ ডিসেম্বর বোলপুরে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোন পথে রোড শো এগোবে, সে বিষয়ে যদিও এখনও কিছুই জানা যায়নি। সোমবার বিকেল পাঁচটা নাগাদ সাংবাদিক বৈঠক করবেন অনুব্রত মণ্ডল। তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করেন কিনা, সেদিকেই তাকিয়ে সকলে।

[আরও পড়ুন: মায়ের বারণেই বিজেপি যোগের সিদ্ধান্ত বদল বর্ধমানের তৃণমূল নেতা নুরুল হাসানের? তুঙ্গে জল্পনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার