shono
Advertisement

‘কথা কম, কাজ বেশি’, ৬ মাস পর নবনির্বাচিত কাউন্সিলরদের রিপোর্ট কার্ড নেবেন মমতা

নবনির্বাচিত কাউন্সিলরদের তৃণমূল নেত্রী বলেন, "আমাদের একটাই লবি জোড়াফুল।"
Posted: 02:59 PM Dec 23, 2021Updated: 10:44 PM Dec 23, 2021

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: কলকাতা পুরভোটে (KMC Election 2021) বিপুল জয় পেয়েছে তৃণমূল। তবে জয়লাভের পর হাত গুটিয়ে বসে থাকলে হবে না কাউন্সিলরদের। কারণ, কাজই মানদণ্ড। বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে পুরভোট পরবর্তী বৈঠকে নবনির্বাচিত কাউন্সিলরদের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ মাস পর কে কী কাজ করলেন, সেই সংক্রান্ত রিপোর্ট নেবেন বলে জানান তৃণমূল সুপ্রিমো।

Advertisement

মানুষের স্বার্থে কাজ করাই যে নেতানেত্রীদের কাজ, সেকথা আগেও বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বিশ্বাস করেন, সাধারণ মানুষের মন জেতার ক্ষেত্রে একমাত্র হাতিয়ার উন্নয়ন। আর সেই হাতিয়ারকে কাজে লাগিয়ে লোকসভা, বিধানসভা নির্বাচন এবং কলকাতা পুরভোটে জয়ের হাসি হেসেছে তৃণমূল। তাই উন্নয়নের কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা তৃণমূল সুপ্রিমোর। এ প্রসঙ্গে সদ্য জয়ী কাউন্সিলরদের তিনি বলেন, “এখন তো ৫ বছর হাতে আছে, তা ভাবলে হবে না। আমি ৬ মাস বাদে রিপোর্ট নেব। কে কাজ করল, কে করল না, সরকার ব্যবস্থা নেবে। কথা কম, কাজ বেশি। বিজেপি, সিপিএম বিবৃতি বেশি দেয়।” 

[আরও পড়ুন: ফের কলকাতা পুরসভার মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিমই, ঘোষণা তৃণমূল শীর্ষ নেতৃত্বের]

আগামী দিনে ঠিক কী কাজ করা প্রয়োজন, সদ্য জয়ী কাউন্সিলরদের সে দিক নির্দেশও করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “আজ থেকেই এলাকা পরিষ্কার করা শুরু করবেন। শপথ নেননি এখনও। নিয়ে নেবেন। কিন্তু আজ থেকেই কাজ। হোর্ডিং খুলে রাস্তা পরিষ্কার করুন। রাস্তা দিয়ে যখন যাবেন তাকিয়ে যাবেন। কোথায় রাস্তা ভাঙা, আলো নেই। আমি কতগুলো রাস্তা দেখেছি। যে দায়িত্বে আসবে, পিচের উপর পিচ লাগিয়ে দেয়। মঝেরহাট ব্রিজে এটা করেছিল। আগে তো খুঁড়বে। এখন সব অনলাইনে হচ্ছে। পরিষেবা  দিন আগে। কাউকে যাতে হয়রান না হতে হয়, সেদিকে নজর দিন। গাদা গাদা টাকা নিয়ে চলে গেল কাজ হল না, তা হবে না। জনগণের পয়সার হিসাব রাখতে হবে। কারণ, হাতে টাকা কম।”

বারবার বিরোধীরা তৃণমূল শিবিরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছে। তবে সদ্য জয়ী কাউন্সিলরদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমোর বার্তা, “আমাদের একটাই লবি জোড়া ফুল। আর তাদের নেতা মা, মাটি, মানুষ। অহংকারের জায়গা তৃণমূলে নেই। যত জিতব, তত নম্র হতে হবে। মাটির দিকে তাকিয়ে কাজ করতে হবে। মাটি আমাদের গর্ব। তাকে ভালবেসে কাজ করতে হবে।” কলকাতা পুরভোটের বিপুল জয়কে “গণতন্ত্রের গণ জয়” বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী চান, কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে ভাল কাজের নিরিখে প্রতিযোগিতা হোক।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল লুধিয়ানা আদালত চত্বর, মৃত অন্তত ২]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement