shono
Advertisement

চোপড়ায় মৃত শিশুদের পরিবারের পাশে রাজ্য, ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

খেলতে খেলতেই নালায় পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল ওই ৪ জনের।
Posted: 08:25 PM Feb 22, 2024Updated: 08:31 PM Feb 22, 2024

গৌতম ব্রহ্ম: চোপড়ায় মৃত শিশুদের পরিবারকে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মৃত শিশুদের পরিবার পিছু ২ লক্ষ টাকা দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর। 

Advertisement

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। উত্তর দিনাজপুরের চোপড়া থানার চেতনাগছ গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তে ছোট নিকাশি নালা ছিল। তা সম্প্রসারণের জন্য জেসিবি দিয়ে মাটি তোলা হচ্ছিল। বিএসএফের (BSF) অধীনে ‘নো ম্যানস ল্যান্ডে’ কেন্দ্রের সিপিডব্লিউডি রাস্তার পাশে মাটি তুলছিল। নতুন করে নালা তৈরির কাজ চলছিল। এলাকার সেই কাজ দেখতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ওই সময় ৬ থেকে ১৪ বছরের বাচ্চারা খেলছিল সেখানে। খেলতে খেলতেই নালায় পড়ে গিয়ে মৃত্যু হয় ৪ জনের। চার শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিএসএফের উপর চাপ বাড়ায় তৃণমূল (TMC)। 

[আরও পড়ুন: স্বামীর জোরাজুরিতে ইউটিউব দেখে বাড়িতেই প্রসব! মৃত্যু মা ও সদ্যোজাতের]

চোপড়া কাণ্ডের পরই বিধানসভায় দাঁড়িয়ে বিএসএফের শাস্তি চেয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। বলেন, “আমি বিএসএফের শাস্তি চাই।” তাঁর অভিযোগ, বিজেপির হয়ে কাজ করছে বিএসএফ। এসবের মাঝে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যপাল। কথা বলেন মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে। পাশে থাকা আশ্বাস দেন তাঁদের। এবার মৃতদের পরিবারকে আর্থিক সহযোগিতার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।  

[আরও পড়ুন:  আইপিএস আধিকারিককে খলিস্তানি বলার জের, শুভেন্দু ও অগ্নিমিত্রাকে সতর্ক করলেন নাড্ডা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার