shono
Advertisement

প্রান্তিক মানুষের দিকে তাকিয়ে পরিষেবা চালু রাখুন, মুখ্যমন্ত্রীর খোলা চিঠি ডাক্তারদের

রাজ্যে চিকিৎসা পরিষেবা চালু করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রশাসনের৷ The post প্রান্তিক মানুষের দিকে তাকিয়ে পরিষেবা চালু রাখুন, মুখ্যমন্ত্রীর খোলা চিঠি ডাক্তারদের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:27 PM Jun 13, 2019Updated: 05:27 PM Jun 13, 2019

সন্দীপ চক্রবর্তী: ইন্টার্ন চিকিৎসককে মারধরের জল বহুদূর গড়িয়েছে৷ মুখ্যমন্ত্রী আসরে নামার পরও সমস্যার জট কাটেনি৷ এবার আরও সদর্থক পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের খোলা চিঠি লিখলেন৷ তাতে আবেদন জানালেন, দূরদূরান্তের রোগীদের সঙ্গে সহযোগিতা করার৷ হাসপাতালগুলির পরিষেবা মসৃণভাবে চালানোর আবেদনও জানিয়েছেন ওই চিঠিতে৷

Advertisement

[আরও পড়ুন : ‘জয় শ্রীরাম ধ্বনির ভয়ে এনআরএসে যাননি মমতা’, ঘোলা জলে রাজনীতি দিলীপের]

সকালে এসএসকেএমে গিয়ে কর্মবিরতি প্রত্যাহার করে তিনি সকলকে কাজে ফেরার ৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন৷ বলেছিলেন, হাসপাতালের ডাক্তাররা নন, অচলাবস্থার জন্য দায়ী ‘বহিরাগত’রা৷ আর তাঁর এই মন্তব্যে যেন আগুনে আরও ঘি পড়ল৷ মুখ্যমন্ত্রীর নিঃশর্ত ক্ষমার দাবি তুলে গণইস্তফার পথে ইতিমধ্যেই হেঁটেছেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক৷ যদিও তাঁদের ইস্তফাপত্র গৃহীত হয়নি৷ বরং বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি জারি রয়েছে৷ ভুক্তভোগী হচ্ছেন সাধারণ রোগীরা৷ মৃত্যুর ঘটনাও কম নয়৷ চিকিৎসকদের এই প্রতিবাদকে সমর্থন করে শুক্রবার দেশজুড়ে কর্মবিরতি পালন করবেন এইমসের চিকিৎসকরা৷

আর এই পরিস্থিতিই আরও উদ্বেগ বেড়েছে মুখ্যমন্ত্রীর৷ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা গত ৩ দিনে অনেকটাই ক্ষতির মুখে পড়েছে৷ ক্ষমতায় আসার পর যাঁর হাত ধরেই ফিরেছিল রাজ্যের চিকিৎসার হাল, পরিকাঠামো উন্নয়ন৷ যার ফলে সরকারি হাসপাতালের উপর নির্ভরশীলতা ফিরে আসে রাজ্যবাসীর৷ সেই ইমেজে এমন একটা ঘটনা অনেক কিছুকে বিপাকে ফেলে দিতে পারে৷ সর্বোপরি ডাক্তারদের কর্মবিরতি, গণইস্তফা – এধরনের ধারাবাহিক আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ৷ তাই মুখ্যমন্ত্রী এবার খোলা চিঠি লিখলেন চিকিৎসকদের উদ্দেশে৷ আবেদন করলেন, পরিষেবা চালু করতে৷ সহযোগিতা করতে৷

[আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জের পালটা গণইস্তফা! পদত্যাগ সাগর দত্ত হাসপাতালের ৮ চিকিৎসকের]

এই সংক্রান্ত মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সময়সীমা বিকেল চারটে নাগাদ শেষ হলেও, চিকিৎসকরা তা মানেননি৷ তাই কীভাবে তাঁদের ফেরানো যায়, তা নিয়ে ইতিমধ্যেই নবান্নে জরুরি বৈঠকে বসেছেন তিনি৷ সঙ্গে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্বাস্থ্য সচিব এবং মুখ্যসচিব৷ এই মুহূর্তে রাজ্যের হাসপাতালগুলির পরিষেবা চালু করা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে৷  

The post প্রান্তিক মানুষের দিকে তাকিয়ে পরিষেবা চালু রাখুন, মুখ্যমন্ত্রীর খোলা চিঠি ডাক্তারদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement