shono
Advertisement

অলচিকির পর এবার রাজবংশী ভাষায় প্রকাশিত হচ্ছে মুখ্যমন্ত্রীর কবিতার বই

মুখ্যমন্ত্রীর কবিতার বই ‘উপলব্ধি’র অনুবাদ করা হবে৷ The post অলচিকির পর এবার রাজবংশী ভাষায় প্রকাশিত হচ্ছে মুখ্যমন্ত্রীর কবিতার বই appeared first on Sangbad Pratidin.
Posted: 01:03 PM Oct 31, 2018Updated: 01:03 PM Oct 31, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংরেজি, উর্দু ও অলচিকির পর এবার রাজবংশী ভাষায় প্রকাশিত হবে মুখ্যমন্ত্রীর কবিতার বই৷ রাজবংশী ভাষা অ্যাকাডেমির তরফে মুখ্যমন্ত্রীর কবিতার বই ‘উপলব্ধি’র অনুবাদের কাজ চলছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে বইমেলার আগেই প্রকাশিত হবে মুখ্যমন্ত্রীর ‘উপলব্ধি’র অনুবাদ৷

Advertisement

[ঘরে ফেরার লড়াইয়ে জয়, ইরান থেকে শহরে পা ১১জন স্বর্ণশিল্পীর]

রাজবংশী উন্নয়ন পর্ষদের তরফে রাসমেলার ময়দানে সরকারি অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রীর হাতে রাজবংশী ভাষার অভিধান তুলে পর্ষদের চেয়ারম্যান বংশীবদন বর্মন৷ মুখ্যমন্ত্রী নিজে হাতে সেই অভিধানের প্রকাশ করেন৷ একই সঙ্গে স্থানীয় ভাষায় গুরুত্ব বাড়াতেও বেশ কিছু নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে রাজবংশী ভাষার সাহিত্যকর্ম নিয়েও উৎসাহ প্রকাশ করেন তিনি৷ অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে রাজবংশী ভাষায় প্রকাশিত একটি পত্রিকাও মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়৷ একই সঙ্গে রাজবংশী ভাষা অ্যাকাডেমির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কবিতার বই ‘উপলব্ধি’র অনুবাদ করা হবে বলে জানান বংশীবদন বর্মন৷

[আশঙ্কা নেই বৃষ্টির, মেঘমুক্ত আকাশেই কালীপুজো]

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে ও একজন লেখিকা হিসেবেও রাজ্যে ভীষণ জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়৷ একদিকে যেমন তিনি ছবি আঁকেন, ঠিক তেমনই তাঁর লেখা গল্প কিংবা কবিতার বই বেশ জনপ্রিয়৷ তারই ফলস্বরূপ প্রত্যেক বছরই বইমেলায় ‘বেস্টসেলারে’র তকমা পেয়ে আসছেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর লেখা গান ও সুরও এবারের পুজোয় বেশ সারা ফেলে দিয়েছে৷ সম্প্রতি প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রীর লেখা গানের অ্যালবাম৷ ১৯৯৫ সাল থেকে তাঁর রাজনৈতিক সংগ্রাম লিপিবদ্ধ করে চলেছেন৷ ২০১৮ সালের জানুয়ারী মাস পর্যন্ত ৭৯টি বই লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর লেখা প্রথম বই ‘উপলব্ধি’ ১৯৯৫ সালে প্রকাশিত হয়। গতবছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আরও ৯টি বই প্রকাশিত হয়৷ তাঁর রাজনৈতিক সংগ্রামের কথা লেখার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা, ছড়াও বেশ কিছু নিবন্ধ লিখেছেন৷ তিনি শিশুদের জন্যও বই লিখেছেন। তার বই উর্দু ও ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। অলচিকি লিপিতে অনুবাদ করা হয়েছে তাঁর লেখা বেশ কিছু কবিতা৷

The post অলচিকির পর এবার রাজবংশী ভাষায় প্রকাশিত হচ্ছে মুখ্যমন্ত্রীর কবিতার বই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement