shono
Advertisement

ছোট সমস্যা মেটাতে নয়া উদ্যোগ, ‘পাড়ায় পাড়ায় সমাধান’কর্মসূচি নিল রাজ্য সরকার

বোলপুরের প্রশাসনিক বৈঠকে এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
Posted: 02:02 PM Dec 28, 2020Updated: 02:42 PM Dec 28, 2020

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) আগে প্রত্যেক রাজ্যবাসীর কাছে পৌঁছনোর জন্য ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে মিলেছে ব্যাপক সাফল্য। এবার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচির কথা ঘোষণা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Advertisement

বোলপুরের প্রশাসনিক বৈঠকে এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খুব বড় প্রকল্প নয়, কিন্তু ছোট ছোট সমস্যার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচির মাধ্যমে সুরাহা করা হবে। ঠিক কীভাবে এই কর্মসূচির মাধ্যমে প্রত্যেকের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া হবে, তার বিস্তারিত ব্যাখ্যা দেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কখনও কখনও কোনও এলাকার স্কুলে ক্লাসরুমের দাবি থাকে। কিংবা এলাকায় শৌচালয়ের দাবি থাকে। আবার কোনও এলাকায় পাইপ পৌঁছলেও জলের পরিষেবা অমিল। কিংবা গ্রামাঞ্চলে হাসপাতাল থাকলেও অ্যাম্বুল্যান্সের অভাবে পরিষেবা থেকে বঞ্চিত হন বহু মানুষ। কোনও কোনও এলাকায় কালভার্ট তৈরি না হওয়ার ফলেও মানুষের মনে ক্ষোভ সঞ্চার হয়। সেই সমস্ত ছোট ছোট সমস্যার সমাধান নয়া এই প্রকল্পের মাধ্যমে করা হবে। মূলত মিউনিসিপ্যালিটির বকেয়া কাজই ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচির মাধ্যমে করা হবে।

[আরও পড়ুন: অর্মত্য সেনকে নিয়ে অপমানজনক পোস্ট, বিশ্বভারতীর ABVP নেতার বিরুদ্ধে দায়ের অভিযোগ]

এই কর্মসূচি বাস্তবায়িত করার জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ইতিমধ্যেই  ১০ হাজার দরখাস্ত  জমা পড়েছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে নয়া এই কর্মসূচি শুরু হবে। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। দেড় মাসের মধ্যে সমস্যা সমাধানের প্রাথমিক পর্যায়ের কাজ কমপক্ষে শুরু করা হবে বলেই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী যথেষ্ট উপকৃত হবেন বলেই আশা সকলের। উল্লেখ্য, এর আগে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। ওই ক্যাম্প থেকে স্বাস্থ্যসাথী-সহ বেশ কয়েকটি প্রকল্পের পরিষেবা প্রদান সংক্রান্ত কর্মসূচি করা হচ্ছে। সেই পরিষেবা পেয়ে যথেষ্ট খুশি সাধারণ মানুষ। ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) প্রকল্পে বিপুল সাড়া পাওয়ার পরই ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি নিল রাজ্য সরকার। এই প্রকল্প বিধানসভা নির্বাচনের ভোটবাক্সেও প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

[আরও পড়ুন: মহিলাদের সমস্যার চটজলদি সমাধান, ‘উওম্যান’স কর্নারে’র ব্যাপক সাফল্য পুরুলিয়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার