shono
Advertisement

মাঝেরহাট ব্রিজ ভাঙার সিদ্ধান্ত, এক বছরের মধ্যে তৈরি হবে নয়া সেতু

সেতুভঙ্গের ঘটনায় দায়ী পূর্ত দপ্তর, স্বীকার মুখ্যমন্ত্রীর৷ The post মাঝেরহাট ব্রিজ ভাঙার সিদ্ধান্ত, এক বছরের মধ্যে তৈরি হবে নয়া সেতু appeared first on Sangbad Pratidin.
Posted: 05:57 PM Sep 14, 2018Updated: 05:57 PM Sep 14, 2018

সন্দীপ চক্রবর্তী: ব্রিজের একাংশ ভেঙে পড়েছে৷ বাকিটাও আর থাকবে না৷ মাঝেরহাট ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এক বছরের মধ্যে মাঝেরহাটে নতুন সেতু তৈরি করা হবে৷ মানুষের ভোগান্তি কমাতে বিকল্প রাস্তা তৈরি করা যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে৷ তবে মাঝেরহাট সেতুভঙ্গের ঘটনায় পূর্ত দপ্তরের যে গাফিলতি ছিল, তা স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

[নিষিদ্ধ গেট দিয়ে ঢুকতে গিয়ে ইঞ্জিনে কাটা পড়ে পা খোয়ালেন মহিলা রেলকর্মী]

দক্ষিণ শহরতলির অন্যতম ব্যস্ত সেতু মাঝেরহাট ব্রিজ৷ দিনভর গাড়ি চলাচলের বিরাম নেই৷ গত ৪ সেপ্টেম্বর আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজের একাংশ৷ ব্রিজের নিচে চাপা পড়ে মারা যান তিনজন৷ আহত হন কমপক্ষে ২৪ জন৷ এই ঘটনায় ব্রিজের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছিল মাঝেরহাট ব্রিজ৷ কিন্তু, ব্রিজ মেরামতি বা সংস্কারের কোনও উদ্যোগ নেয়নি সরকার৷ রাতে যখন মাঝেরহাট ব্রিজের উপর দিয়ে ভারী ট্রাক যেত, তখন সেতুটি রীতিমতো কাঁপত৷ এদিকে আবার এই ব্রিজের পাশ দিয়ে মেট্রোর লাইন বসানোর কাজ চলছিল৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মেট্রোর কাজের জন্য যে কম্পন তৈরি হয়, তাতেই দুর্বল হয়ে পড়েছিল মাঝেরহাট সেতু৷ আর তার জেরে ভেঙে পড়েছে সেতুর একাংশ৷ মাঝেরহাট সেতু বিপর্যয়ের কারণ খুঁজে বের করতে মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

নবান্ন সূত্রে খবর, মাঝেরহাট সেতু ভেঙে পড়া নিয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন মুখ্যসচিব মলয় দে৷ রিপোর্টে অবিলম্বে মাঝেরহাট ব্রিজ ভেঙে ফেলার সুপারিশ করা হয়েছে৷ কমিটির সুপারিশ মেনে নিয়েছে রাজ্য সরকার৷ শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পূর্ত দপ্তরের যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা দায় এড়াতে পারেন না৷ মেট্রোর কাজেরও প্রভাব পড়েছে৷ এক বছরের মধ্যে মাঝেরহাট ব্রিজ ভেঙে ফেলে নতুন সেতু তৈরি করা হবে৷ এদিকে মাঝেরহাট সেতুভঙ্গের ঘটনায় নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে৷ ঘুরপথে গন্তব্যে পৌঁছতে প্রচুর সময় লাগছে৷ এখন যদি নতুন করে সেতু তৈরি করা হয়, তাহলে তো ভোগান্তি আরও বাড়বে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিকল্প কোনও রাস্তা তৈরি করা যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে৷ রেলকেও সাহায্য করার জন্য অনুরোধ করা হয়েছে৷ বস্তুত মাঝেরহাট স্টেশনে লেভেল ক্রসিং তৈরি করা নিয়ে বৃহস্পতিবার রাতে পূর্ব রেলের জিএমকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷    

[ মহিলাদের চুলের ক্লিপেই মেট্রো বিভ্রাট, দরজা খুলে রেখে ছুটল ট্রেন]

The post মাঝেরহাট ব্রিজ ভাঙার সিদ্ধান্ত, এক বছরের মধ্যে তৈরি হবে নয়া সেতু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement