shono
Advertisement

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আলাদা কমিটি গঠনের প্রস্তাব মমতার

বিরোধীরা আজ একজোট হয়ে কাশ্মীর অশান্তি ও সাহারাণপুরের সাম্প্রদায়িক অস্থিরতার সমালোচনা করেছে বলে জানান মমতা। The post রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আলাদা কমিটি গঠনের প্রস্তাব মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:53 PM May 26, 2017Updated: 12:23 PM May 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যদি বিরোধীরা ঐক্যমতে পৌঁছাতে না পারে, তবে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি পৃথক কমিটিও গঠন করা হতে পারে। শুক্রবার দিল্লিতে বিরোধীদের বৈঠক শেষে এমনই প্রস্তাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আস্ত একটি রেল স্টেশনকে বিয়ে করেছেন এই মহিলা! ]

বৃহস্পতিবারই দিল্লি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। রাজ্যের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একপ্রস্থ আলোচনা হয় তাঁদের মধ্যে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এ কোনও রাজনৈতিক সাক্ষাৎ নয়, পুরোটাই রাজ্যের উন্নয়ন সংক্রান্ত আলোচনা হয়েছে। তারপরই শুক্রবার সোনিয়া গান্ধীর ডাকা মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি।  প্রায় ১৭টি বিরোধী দল এই আলোচনায় যোগ দেয়। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের প্রার্থী ও স্ট্র্যাটেজি ঠিক করাই ছিল বৈঠকের উদ্দেশ্য। যদিও বৈঠক শেষে মমতা জানান, কোনও বিশেষ নাম নিয়ে আলোচনা হয়নি। তবে বিরোধীরা যদি কোনও ব্যক্তির ক্ষেত্রে ঐক্যমতে পৌঁছাতে না পারে, সেক্ষেত্রে একটি কমিটি গঠন করা হতে পারে। রাষ্ট্রপতি হিসেবে বিরোধীদের মনোনীত প্রার্থী সেই কমিটিই ঠিক করতে পারে বলে প্রস্তাব তাঁর। এ বিষয়ে সকল দলের মিলিত বিবৃতি পরে পেশ করা হবে বলেও জানিয়ে রাখেন তিনি। অবশ্য সরকারকেও আলোচনার আমন্ত্রণ জানিয়ে রাখেন মমতা। রাষ্ট্রপতি নির্বাচন  নিয়ে তারা বিরোধীদের সঙ্গে আলোচনাতেও বসলে সর্বসম্মতভাবেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে মত তাঁর। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, অটলবিহারী বাজপেয়ীও বিরোধীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন, তাতে আপত্তির কিছু থাকতে পারে না। বিশেষজ্ঞদের ধারণা এখনই পছন্দের প্রার্থীর নাম খোলসা করতে চায় না বিরোধী শিবির। সরকারপক্ষের অবস্থান বুঝেই এগনোর পরিকল্পনা তাঁদের।

মৌলবাদীদের চাপে সরল ন্যায়ের প্রতীক গ্রিক ভাস্কর্য, প্রতিবাদে উত্তাল বাংলাদেশ ]

যদিও বিরোধীরা আজ একজোট হয়ে কাশ্মীর অশান্তি ও সাহারাণপুরের সাম্প্রদায়িক অস্থিরতার সমালোচনা করেছে বলে জানান মমতা। শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছেন লালুপ্রসাদ যাদবও। আজকের সভায় তিনিও ছিলেন উল্লেখ্য আমন্ত্রিত। যদিও নীতিশ কুমার এই সভায় যোগ দেননি। এদিন লালুপ্রসাদ সরকারের তিন বছর পূর্তিকে তুলোধোনা করেন। ‘এই সরকারের সাফল্য এই যে, স্বাধীনতার এত বছর কাশ্মীরে ফের পাকিস্তানের পতাকা উড়েছে’, কটাক্ষ আরজেডি সুপ্রিমোর।

The post রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আলাদা কমিটি গঠনের প্রস্তাব মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement