কৃষ্ণকুমার দাস: রাজ্যে দুর্ঘটনা ক্রমবর্ধমান হওয়ায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুর্ঘটনা নিয়ে রাজ্যের মানুষকে সচেতন করতে এবার নিজেই সচেতনতার স্লোগান বেঁধে দিলেন তিনি৷ কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সঙ্গে রাজ্যের পরিবহণ দফতর মুখ্যমন্ত্রীর দেওয়া এই স্লোগানকে সামনে রেখে আজ, শনিবার থেকেই গোটা রাজ্যে বিশেষ প্রচার অভিযান শুরু করছে৷ শুক্রবার বিধানসভা ভবনে নিজের ঘরে মুখ্যমন্ত্রী বলেন, নয়া স্লোগানটি হলঃ ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ (SAFE DRIVE, SAVE LIFE)৷ অর্থাত্ নিরাপদে গাড়ি চালিয়ে গেলে চালক এবং পথচারী উভয়েরই অকালে প্রাণ যাবে না৷ মুখ্যমন্ত্রীর কথায়, “রাস্তা দিয়ে যেতে আসতেই মানুষের চলাফেরা এবং গাড়ি চালানোর নানা বিষয় চোখে দেখেই এই স্লোগানটি তৈরি করলাম৷ আশা করি, মানুষ এবার আরও সচেতন হয়ে যেমন গাড়ি চালাবেন, তেমনি রাস্তা পারাপার করবেন৷” আগামী ৮ জুলাই কলকাতা ও রাজ্য পুলিশের শীর্ষব্যক্তিত্বদের নিয়ে পরিবহণ দফতর মুখ্যমন্ত্রীর দেওয়া স্লোগান সামনে রেখে প্রচার অভিযান চূড়ান্ত করতে বৈঠকে বসছে৷ মুখ্যমন্ত্রীর গোটা স্লোগানটির মধ্যে একদিকে যেমন মানুষকে নিরাপদে, সতর্ক হয়ে গাড়ি চালাতে বলেছেন অন্যদিকে, অকাল মৃত্যু নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছেন৷ কলকাতা পুলিশের কর্তারা স্বীকার করেছেন, স্লোগানটির মধ্যে এমন মমত্ববোধ এবং সচেতনতা একইসঙ্গে জড়িয়ে আছে যে সমস্ত মানুষের কাছে একবাক্যে গ্রহণযোগ্য হয়ে উঠছে৷ রাজ্য পরিবহন দফতরও মুখ্যমন্ত্রীর দেওয়া এই স্লোগান সামনে রেখে বিশেষ অভিযানে নামছে৷ উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা প্রতীক দিয়ে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল৷ এবং সেই প্রকল্প ইউনিসেফ-সহ গোটা বিশ্বে আজ সমাদৃত৷ বস্তুত, দুর্ঘটনা রুখতে মুখ্যমন্ত্রীর দেওয়া এই স্লোগানও যে আগামীদিনে গোটা দেশেই সমাদৃত হবে তা মেনে নিয়েছেন রাজ্যের একাধিক পরিবহন সংস্থার শীর্ষব্যক্তিত্বরা৷
জেট গতির যুগে যত সময় এগোচ্ছে ততই গোটা দেশে দুর্ঘটনায় মৃত্যুর হার বাড়ছে৷ পশ্চিমবঙ্গেও মোটরবাইক থেকে শুরু করে চারচাকার ব্যক্তিগত গাড়ির ব্যবহার যত বাড়ছে ততই দুর্ঘটনায় অকাল মৃত্যুর হার বাড়ছে৷ বহু পরিবারে এই দুর্ঘটনার জেরে অকাল মৃত্যু চরম বিপর্যয় ডেকে এনেছে৷ বস্তুত, এই কারণে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি এবার রাজ্য সরকারও দুর্ঘটনার হার রুখতে বাড়তি উদ্যোগ নিল৷ বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দুর্ঘটনা কমাতে তৎপর হওয়ায় রাজ্য তথা কলকাতা পুলিশ আরও সক্রিয় হয়ে রাস্তায় নামছে৷ প্রতিবছর ট্রাফিক সপ্তাহ পালনের পাশাপাশি সচেতনতা কর্মসূচি পুলিশের তরফে পালন করা হয়৷ কিন্তু এবছর স্বয়ং মুখ্যমন্ত্রী উদ্যোগ নেওয়ায় বাড়তি তত্পরতা শুরু হয়েছে পুলিশ ও পরিবহণ দফতরে৷ এদিন বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “ঈদের পর ৮ জুলাই পুলিশ ও পরিবহনের শীর্ষ বৈঠক হবে৷ কিন্তু কাল থেকেই এই স্লোগান নিয়ে মানুষকে সচেতনতার কাজে সরকার নেমে পড়ছে৷” পুলিশ সূত্রে খবর, কলকাতার পাশাপাশি সমস্ত ন্যাশনাল ও স্টেট হাইওয়ের দু’পাশ জুড়ে যেমন মুখ্যমন্ত্রীর দেওয়া স্লোগানের বোর্ড লাগানো হবে তেমনি কলকাতার সমস্ত রাস্তায় হোর্ডিং দেওয়া হবে৷ একইসঙ্গে স্কুল-কলেজ, এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও ‘SAFE DRIVE, SAVE LIFE’ স্লোগান নিয়ে মানুষকে সচেতনতার কর্মসূচি নেওয়া হবে৷ সরকারি সমস্ত গাড়ির চালকদের পাশাপাশি বেসরকারি বাস-লরি চালকদের মধ্যেও বিশেষ সচেতনতা কর্মসূচি নেবে পরিবহণমন্ত্রক৷ গোটা বিষয়টি ৮ জুলাইয়ের বৈঠকে চূড়ান্ত হবে৷
The post দুর্ঘটনা রুখতে মমতার স্লোগান ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ appeared first on Sangbad Pratidin.