shono
Advertisement
Rajarhat

দলীয় কার্যালয়ে সালিশি সভায় বেধড়ক মার! কাঠগড়ায় রাজারহাটের তৃণমূল নেতা

আক্রান্ত ব্যক্তি রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন।
Published By: Sayani SenPosted: 12:33 PM Jul 29, 2024Updated: 01:26 PM Jul 29, 2024

দিশা আলম, বিধাননগর: সোনারপুরের 'দস্যু' জামালউদ্দিন সর্দারের পর এবার রাজারহাটের রক্তিম কর। কলকাতার উপকণ্ঠে দলীয় কার্যালয়ে সালিশি সভা বসিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্য রক্তিমের বিরুদ্ধে। রাজারহাটের ভাতেন্ডার নির্যাতিত ব্যক্তি রাজারহাট থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আক্রান্ত সপ্তাহখানেক আগে বাবাকে হারান। শ্রাদ্ধানুষ্ঠান শেষ হতে না হতেই এমন ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত ওই ব্যক্তি।

Advertisement

অভিযুক্ত রক্তিম রাজারহাট-বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। তিনি আবার রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর করের ভাইপো হিসেবে পরিচিত। কি নিয়ে বসেছিল সালিশি সভা? জানা গেছে, একটি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থা কর্মরত ছিলেন আক্রান্ত ব্যক্তি। ঋণ প্রদানের কাজে অনির্বান সরকার নামে রাজারহাট দেয়াড়ার বাসিন্দার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। অনির্বাণের সাহায্যে এক 'ক্লায়েন্ট'-কে ঋণ পাইয়ে দেয়। সেই কাজের কমিশনের ভাগ বাটোয়ারা নিয়ে দুজনের মধ্যে বিবাদ। যার মীমাংসার কাজে রক্তিমের ভাতেন্ডার গ্যাস গোডাউনের কাছের দলীয় কার্যালয়ে বসে সালিশি সভা। গত শনিবার সন্ধ্যায় বসে বিচারসভা।

[আরও পড়ুন: নীতি-বৈঠকে মমতার ‘অপমানে’ উত্তাল বিধানসভা, ওয়াকআউট বিজেপির]

অভিযোগ, সেই সালিশি সভায় ওই ব্যক্তিকে মারধর করে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য রক্তিম কর-সহ তাঁর আরও চার সহযোগী। তাঁদের বিরুদ্ধে রাজারহাট থানায় এফআইআর দায়ের হয়। এই প্রসঙ্গে অভিযুক্ত রক্তিম জানিয়েছেন, "সালিশি সভায় চলাকালীন ওই ব্যক্তি মোবাইল বার করে ভিডিও করতে শুরু করেন। সেই কাজে নিষেধ করতেই বচসা বাঁধে। কোনও মারধরের ঘটনা হয়নি।" রাজারহাট পাঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর বলেন, "আত্মীয় বলে অন্যায়ের প্রশ্রয় দেয় না দল। অন্যায় হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলব পুলিশকে।"

[আরও পড়ুন: জুলাইয়ের শেষে ঝোড়ো ব্যাটিং বর্ষার, সপ্তাহভর বঙ্গে বৃষ্টির সম্ভাবনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দলীয় কার্যালয়ে সালিশি সভায় বেধড়ক মার!
  • কাঠগড়ায় রাজারহাটের তৃণমূল নেতা।
  • আক্রান্ত ব্যক্তি রাজারহাট থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Advertisement