shono
Advertisement

Breaking News

জল তোলা নিয়ে মামুলি বিবাদ, লোহার রডের ঘায়ে দাদার হাতে ‘খুন’ ভাই

যদিও ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত।
Posted: 04:30 PM Dec 03, 2023Updated: 04:33 PM Dec 03, 2023

অর্ণব দাস, বারাকপুর: পানীয় জল তোলা নিয়ে দুই ভাইয়ের বিবাদ। তার জেরে ভাটপাড়ায় রক্তারক্তি। লোহার রড দিয়ে মারধরে প্রাণ গেল ছোটভাইয়ের। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার কাঁকিনাড়ার ২৯ নম্বর রেলগেটের শান্তিনগর এলাকায় তীব্র চাঞ্চল্য।

Advertisement

পানীয় জল তোলা নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের বচসা। বুধবার সকালে তা বিরাট আকার নেয়। অভিযোগ, বচসা চলাকালীন দাদা বিনোদ সাউ লোহার রড দিয়ে তাঁর ছোট ভাই মহেন্দ্র সাউয়ের মাথায় সজোরে আঘাত করে। মহেন্দ্র ঘটনাস্থলেই সংজ্ঞা হারান। কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রবিবারই হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

[আরও পড়ুন: বিয়ের আংটি খুলে ফেললেন অভিষেক! বিচ্ছেদের বেনোজলে চুরমার ঐশ্বর্যর সংসার?]

মহেন্দ্রের মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রবিবার সকালে রেলগেট সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিশ। যদিও ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত বিনোদ সাউ। পুলিশ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: তালপুকুরে ঘটি ডুবছে না কংগ্রেসের, ইন্ডিয়া জোটে ‘হেভিওয়েট’ মমতাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার