shono
Advertisement
Mumbai Police

উত্তরপাড়ায় আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের হদিশ! মুম্বই পুলিশের হাতে গ্রেপ্তার মহিলা চিকিৎসক

ধৃতের বাড়ি থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 04:15 PM Apr 11, 2025Updated: 09:03 PM Apr 11, 2025

সুমন করাতি, হুগলি: রাজ্যে আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের হদিশ! উত্তরপাড়া থেকে গ্রেপ্তার মহিলা চিকিৎসক। শুক্রবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। ধৃতের থেকে দুই শিশুকে উদ্ধার করেছেন তদন্তকারীরা। শনিবার অভিযুক্ত চিকিৎসককে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়া হবে।

Advertisement

উত্তরপাড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চিকিৎসকের নাম মৌসুমী বন্দ্যোপাধ্যায়। তিনি জ্ঞানেন্দ্র এভিনিউ এলাকার বাসিন্দা। মৌসুমী ওড়িশার একটি হাসপাতালে দাঁতের চিকিৎসক হিসাবে কর্মরত বলে দাবি করেছেন। কয়েকদিন আগে, মুম্বই পুলিশের ওয়াডরা ট্রাক টার্মিনাল থানার পুলিশ শিশু পাচারের সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে উত্তরপাড়ার এই মহিলা চিকিৎসকের নাম। এরপরই মুম্বই পুলিশের চার সদস্যের দল মৌসুমীর খোঁজে বৃহস্পতিবার রাজ্যে এসে পৌঁছয়।

শুক্রবার সকালে উত্তরপাড়া থানার পুলিশের সাহায্য নিয়ে জ্ঞানেন্দ্র এভিনিউ এলাকায় অভিযান চালান তাঁরা। সেখান থেকে অভিযুক্ত মৌসুমীকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স পাঁচ বছর। অন্যজনের বয়স দুই বছর। ধৃতকে আজ, শুক্রবার শ্রীরামপুর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে হেফাজতে নেয় মুম্বই পুলিশ। শনিবার ভোরে ধৃতকে মুম্বই নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।

উত্তরপাড়া থানা সূত্রে জানা গিয়েছে, মুম্বই পুলিশের একটি দল শিশু পাচার মামলায় তল্লাশি অভিযান চালানো হবে বলে রিকুইজিশন দেয়। তারপর অভিযান চালানো হয়। এই ঘটনার পর ফের নতুন করে প্রশ্ন উঠছে তাহলে, দেশজুড়ে শিশু পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে? সেই পাচারে কি বঙ্গের যোগ রয়েছে? এই অপরাধের সঙ্গে কোনও হাসপাতাল যুক্ত আছে নাকি উঠছে সেই প্রশ্নও। উল্লেখ্য, এর আগেও সাঁতরাগাছি স্টেশন থেকে শিশু পাচারে যুক্ত থাকার অভিযোগে এক যুগলকে গ্রেপ্তার করে জিআরপি। এবার উত্তরপাড়া থেকে গ্রেপ্তার হলেন এক চিকিৎসক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যে আন্তঃরাষ্ট্রীয় শিশু পাচার চক্রের হদিশ!
  • উত্তরপাড়া থেকে গ্রেপ্তার মহিলা চিকিৎসক।
  • শুক্রবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ।
Advertisement