shono
Advertisement

বাগুইআটিতে খুন করে মুম্বইতে গা ঢাকা, ভিনরাজ্য থেকে গ্রেপ্তার অভিযুক্ত

ভিনরাজ্যে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, ৩ দিনেই গ্রেপ্তার অভিযুক্ত।
Posted: 12:23 PM Nov 18, 2023Updated: 08:04 PM Nov 18, 2023

বিধান নস্কর, দমদম: ভিনরাজ্যে পাড়ি দিয়েও হল না শেষরক্ষা। বাগুইআটির জগৎপুরে মহিলার রহস্যমৃত্যুর ঘটনায় মুম্বই থেকে গ্রেপ্তার অভিযুক্ত। ধৃত অমিত দামাইকে শুক্রবার ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়।

Advertisement

গত মঙ্গলবার জগৎপুর বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা চিকিৎসক গোপাল মুখোপাধ্যায়ের বাড়িটি পুরো ভাড়া দেওয়া ছিল। এদিন সেই বাড়ির তিনতলার ঘরের শৌচালয় থেকে দেহ উদ্ধার হয়। বাড়ির মালিক ডাক্তার গোপাল মুখোপাধ্যায় বাড়ি পরিষ্কার করতে গিয়ে বাথরুমের মধ্যে একটি ড্রাম দেখতে পান। যার ঢাকনা সিমেন্ট দিয়ে আটকানো। সঙ্গে পচা গন্ধ পেয়েছিলেন তিনি। এর পর বাড়ির মালিক বাগুইআটি থানায় যান। পুলিশ এসে কাটার দিয়ে ড্রামের মুখ কাটে। দেখা যায়, ড্রামের মধ্যে মৃতদেহ রয়েছে। পুলিশ সূত্রে খবর, ড্রামের মুখ সিমেন্ট দিয়ে আটকানো ছিল। শুধু তাই নয়, ড্রামের মধ্যে মহিলার মৃতদেহ রেখে তার মধ্যে সিমেন্ট গুলে ঢেলে দেওয়া হয়। যাতে পচা গন্ধ বাইরে না বেরিয়ে যায়।

[আরও পড়ুন: কাটল ফাঁড়া, গতিপথ বদলে বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মিধিলি’]

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ অমিত দামাইকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, বাড়িমালিকের সঙ্গে ওই মহিলার যোগাযোগ করিয়ে দিয়েছিল অমিতই। চিকিৎসকের মোবাইল ফোনের সূত্র ধরেই ওই ব্যক্তির সন্ধান পায় বিধাননগর কমিশনারেটের পুলিশ। এর পর তদন্তকারীরা মুম্বইয়ের উদ্দেশে পাড়ি দেন। অমিত দামাইকে মুম্বই থেকে গ্রেপ্তার করা হয়। ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে তাকে। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে করে মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। এই খুনের ঘটনায় আর কেউ জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: খাটিয়ায় রোগী, দড়ি বেঁধে আত্মীয়দের কাঁধে করে হাসপাতালে মহিলা, ভাইরাল করুণ ছবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement