shono
Advertisement

বিস্ফোরণে রাহুল গান্ধীকে উড়িয়ে দেওয়ার হুমকি, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ

মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার হয়েছেন বৃদ্ধ।
Posted: 09:29 AM Apr 28, 2023Updated: 09:29 AM Apr 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধী (Rahul Gandhi), কমল নাথের মতো প্রথম সারির কংগ্রেস নেতাদের হুমকি চিঠি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। জাতীয় সুরক্ষা আইনে বৃহস্পতিবার মধ্যপ্রদেশ (Madhya Pradesh) থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত বছর নভেম্বর মাসে ভারত জোড়ো যাত্রা চলাকালীন একাধিক কংগ্রেস নেতাকে হুমকি চিঠি দিয়েছিলেন ৬০ বছর বয়সি আইশিলাল ঝাম। বৃহস্পতিবার রেল স্টেশন থেকে তাঁকে আটক করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, ১৯৮৪ সালের শিখ দাঙ্গার প্রসঙ্গ টেনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে খুনের হুমকি দিয়ে চিঠি লেখেন ঝাম। গত বছর নভেম্বর মাসে ইন্দোরে পৌঁছয় ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)। সেই সময়ই রাহুলের পদযাত্রায় বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে পাঠান ঝাম। সাফ জানিয়ে দেন, পদযাত্রার সময়ে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হবে রাহুল ও কমল নাথের। তবে রাহুল বা কংগ্রেস নেতাদের কাছে পৌঁছয়নি এই চিঠি। একটি মিষ্টির দোকান থেকে হুমকি চিঠি পাওয়া যায়।

[আরও পড়ুন: ‘বেআইনি’ চার্চ ভাঙার পরই মণিপুরে দাঙ্গা পরিস্থিতি! পুড়িয়ে দেওয়া হল মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানস্থল]

হুমকির পরেই রাহুলের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়। মধ্যপ্রদেশে মোট দু’দিন ছিল ভারত জোড়ো যাত্রা। তবে সেখানে কোনও দুর্ঘটনা ঘটেনি। নিরাপদেই ভারত জোড়ো যাত্রা সম্পন্ন করেন রাহুল। তবে গোটা ঘটনায় তদন্ত চালিয়েছে মধ্যপ্রদেশ পুলিশ। ঘটনার ছয়মাস পরে অবশেষে ধরা পড়ল মূল অপরাধী।

মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে, ইন্দোর থেকে ট্রেন ধরে পালানোর পরিকল্পনা ছিল ঝামের। বিশেষ সূত্র মারফত সেই খবর আসে পুলিশের কাছে। তারপরেই ইন্দোরের রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় ঝামকে। রাহুলকে কেন হুমকি দিলেন ওই বৃদ্ধ? সেই বিষয়টি এখনও পরিষ্কার নয় পুলিশের কাছে। ডেপুটি কমিশনার নিমিশ আগারওয়াল জানিয়েছেন, “আপাতত জাতীয় সুরক্ষা আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। কেন তিনি হুমকি চিঠি লিখেছেন, তা জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।” জানা গিয়েছে, ঝামের কার্যকলাপ বেশ অদ্ভুত বলেই মনে হচ্ছে পুলিশের। 

[আরও পড়ুন: উত্তরবঙ্গ বন্‌ধ LIVE UPDATE: বাস ভাঙচুর, জোর করে দোকান বন্ধের অভিযোগ, বন্‌ধ সফলে মরিয়া বিজেপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement