অর্ণব আইচ: বাজারে হু হু করে ঢুকছে জাল নোট! উৎসবের মরশুমে খাস কলকাতা থেকে উদ্ধার হল বিপুল জাল নোট। পাচারের আগেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ (Kolkata Police STF)। ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আলফাজ শেখ (২৩)। বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদহের বৈষ্ণবনগরের মোহনপুরের বাসিন্দা। বুধবার নারকেলডাঙা থানা এলাকা থেকে আলফাজকে গ্রেপ্তার করে এসটিএফ। তাঁর কাছ থেকে ১২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। সবমিলিয়ে আলফাজের কাছে ৫০০ টাকার ২ হাজার ৪০০টি জালনোট ছিল। সেই সমস্ত নোট বাজেয়াপ্ত করা হয়েছে।
[আরও পড়ুন: অন্য লড়াই ইয়েমেনে! মার্কিন ড্রোন ধ্বংস করল ইরানের মদতপুষ্ট হাউথিরা]
ধৃতের কাছে এই বিপুল অঙ্কের জাল নোট কোথা থেকে এল? কাদের কাছে এই নোট পৌঁছে দিলেন আলফাজ? এর সঙ্গে আন্তঃদেশীয় কোনও চক্রের যোগ রয়েছে কি না, তা জানতে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।গত সেপ্টেম্বরেও ইডেন গার্ডেন্সের কাছ থেকে ব্যাগ ভর্তি জাল নোট-সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তিনিও মালদহের বাসিন্দা ছিলেন। ৩০০টি জাল নোট উদ্ধার হয়। যার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। বারবার কলকাতা থেকে জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে।