shono
Advertisement

Breaking News

খাস কলকাতায় জাল নোটের পাহাড়! ইডেন গার্ডেন্সের কাছ থেকে গ্রেপ্তার পাচারকারী

ধৃতের কাছ থেকে ৫০০ টাকার জাল নোটের বান্ডিল উদ্ধার হয়।
Posted: 04:03 PM Sep 24, 2023Updated: 04:03 PM Sep 24, 2023

অর্ণব আইচ: ফের কলকাতা থেকে উদ্ধার প্রচুর জাল নোট। ইডেন গার্ডেন্সের কাছ থেকে ব্যাগ ভর্তি জাল নোট-সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তার কাছ থেকে প্রচুর জাল নোট উদ্ধার হয়েছে।

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ইডেন গার্ডেন্সের কাছে গোষ্ঠ পাল সরণীতে হানা দেয় ময়দান থানার পুলিশ। সেখান থেকে মজিবুর রহমান ওরফে মোজাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, তিনি মালদার বাসিন্দা। মোজাহারের কাছে ৫০০ টাকার জাল নোটের বান্ডিল উদ্ধার হয়। ৩০০টি জাল নোট উদ্ধার হয়েছে। যার মূল্য় ১ লক্ষ ৫০ হাজার টাকা। কী উদ্দেশ্যে তিনি জাল নোট নিয়ে কলকাতায় এসেছিলেন, তা এখনও অজানা। রবিবার তাঁকে আদালতে তোলা হয়েছে।

[আরও পড়ুন: ‘৩ মাস ধরে ধর্ষণ করেছে বাবা’, নারকীয় যন্ত্রণা সইতে না পেরে গুলি করে খুন করল কিশোরী!]

কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী, নেপাল থেকে সেই উত্তরবঙ্গেই চোরাপথে পাচার হচ্ছে জাল নোট। কিন্তু জাল নোট শিলিগুড়ি হয়ে মালদহের দিকে না গিয়ে চলে যাচ্ছে কোচবিহারের দিকে। ওই জেলার বেশ কিছু সীমান্তবর্তী অঞ্চল বেছে নিয়েছে পাচারকারীরা। জাল নোট সীমান্ত পেরিয়ে এজেন্ট মারফৎ পাচার হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের উত্তরপ্রান্তের জেলাগুলি থেকে সেগুলি রংপুর হয়ে পৌঁছচ্ছে চাপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে। ওই দুই জেলা থেকে চোরাপথে মালদহ ও মুর্শিদাবাদে পাচার হচ্ছে জাল নোট। 

[আরও পড়ুন: ডিভোর্স চাইছিলেন ৮০ বছরের স্বামী, শুনেই গুলি চালিয়ে দিলেন ষাটোর্ধ্ব স্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement