shono
Advertisement

গণেশপুজোয় মণ্ডপে তারস্বরে ডিজে বাজিয়ে নাচ, প্রতিবাদ করে সন্তোষপুরে নিগৃহীত অসুস্থ ব্যক্তি

গালিগালাজ তো শুনতেই হল, চলল চড়থাপ্পড়ও। The post গণেশপুজোয় মণ্ডপে তারস্বরে ডিজে বাজিয়ে নাচ, প্রতিবাদ করে সন্তোষপুরে নিগৃহীত অসুস্থ ব্যক্তি appeared first on Sangbad Pratidin.
Posted: 04:54 PM Aug 25, 2020Updated: 04:54 PM Aug 25, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আবহে নিয়ম ভেঙে ঘটা করে গণেশপুজোর (Ganesh Chaturthi) অভিযোগ। রবিবার বিসর্জনের দিন পুজোমণ্ডপে তারস্বরে বাজল ডিজে। এর প্রতিবাদ করায় এক অসুস্থ যুবককে নিগ্রহ করার অভিযোগ উঠল। গালিগালাজ তো শুনতেই হল, চলল চড়থাপ্পড়ও। ঘটনায় সার্ভে পার্ক (Survey Park) থানায় অভিযোগ দায়ের করেছেন সুমন চক্রবর্তী নামে ওই যুবক।

Advertisement

এবার করোনা আবহে গণেশপুজো নিয়ে প্রশাসনের তরফে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছিল। গণেশ চতুর্থীর আগের দু’দিন পরপর রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকলেও শনিবার সকাল থেকেই গণেশপুজোয় মাতেন সবাই। বারোয়ারি পুজোগুলি সংখ্যায় কম হলেও সন্ধে হতেই মণ্ডপগুলিতে হিন্দি গানের তালে নাচানাচির খবর মিলেছে। সন্তোষপুর (Santoshpur) মিনিবাস স্ট্যান্ড এলাকার বাসিন্দা সুমন চক্রবর্তী পাড়ার গণেশপুজো নিয়ে থানায় এমনই অভিযোগ দায়ের করেছেন। একটি বেসরকারি সংস্থার আধিকারিক সুমনবাবু জানিয়েছেন, গণেশপুজো গত কয়েক বছর ধরে পাড়ার এবং বহিরাগতদের নেশা-মস্তানি করার জায়গায় হয়ে উঠেছে। প্রতিবাদ করলেই হেনস্তা জুটছে কপালে।

[আরও পড়ুন: হয় চাকরি ছাড়তে হবে, নয়তো পাড়া! খাস কলকাতায় করোনাজয়ী নার্সকে হুমকি প্রতিবেশীদের]

মাসখানেক ধরে ম্যালেরিয়ায় আক্রান্ত সুমনবাবুর অভিযোগ, রবিবার সন্ধেয় পাড়ার পুজোয় ডিজে বক্স বাজিয়ে নাচানাচি হচ্ছিল। শব্দদানবের প্রতিবাদ করায় গালিগালাজের সঙ্গে জোটে চড়থাপ্পড়ও। বাড়িতে স্ত্রী ও ছোট মেয়ে ঘটনায় ভয় পেয়ে যায়। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত। পুলিশ তদন্ত শুরু করেছে।

[আরও পড়ুন: বিমার বদলে নগদের দাবি, নার্সিংহোমে হেনস্তার শিকার বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর ছেলে]

The post গণেশপুজোয় মণ্ডপে তারস্বরে ডিজে বাজিয়ে নাচ, প্রতিবাদ করে সন্তোষপুরে নিগৃহীত অসুস্থ ব্যক্তি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement